গন্তব্যস্থলে পৌঁছানর জন্য গাড়ি না পেয়ে, আস্ত একটি বাস চুরি করলেন এক ব্যাক্তি!

তেলেঙ্গানা পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে টিএসটিআরসি-র একটি বাস নিয়ে তেলেঙ্গানার কারানকোট থেকে ওদিপুর গ্রামে যাচ্ছিলেন। বাসের চালক ইলিয়াস ও কন্ডাক্টর জগদীশ জানান তাদের বাস চুরি গেছে ।পুলিশ সুত্রে খবর মিলেছে,  রাত সাড়ে ৯টা নাগাদ ভিকারাবাদের একটি জায়গায় বাসটি থামিয়ে রাস্তার পাশে থাকা একটি হোটেলে রাতের খাবার খেতে যান তাঁরা।খাবার খেয়ে ফিরে এসে বাসে ওথার সময় দেখেন বাস নেই।

এরপর তারা চেস্টা করেও আর বাসটি খুঁজে পাননি।  এরপর তারা সঙ্গে সঙ্গে ডিপো ম্যানেজার কে রাজাশেখরকে ফোন করে সমস্ত ঘটনার কথা খুলে বলেন।প্রথমে ঘাবড়ে গেলেও এরপরে বুঝতে দেরি লাগেনি যে বাসটি চুরি হয়ে গিয়েছে ।   পুলিশকে ফোন করে বাসটি চুরি হওয়ার ব্যাপারটা তারা বলেন।একটু বাদে ডিপো ম্যানেজার তাঁদের ফোন করে বলেন, ওই বাসে থাকা এক যাত্রী ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, মালাপ্পা এলাকা দিয়ে যাওয়ার সময় একটি লরিকে ধাক্কা মারে বাসটি। তারপরই পালিয়ে যায় চালক।

BUSবাসের যাত্রীরা জানিয়েছেন যে চালক ও কন্ডাক্টর ছিলেন, এরপর একটা জায়গায় বাসটি থামিয়ে তাঁরা খেতে যান। এরপরেই অন্য একজন চালকের আসনে বসে আচমকা বাসটি চালিয়ে দেয়। মদ্যপান করে সম্ভবত গাড়ি চালাচ্ছিলো সেই ব্যাক্তি ।  এরপর বাসটি চালাতে শুরু করার কিছুক্ষণ বাদে আচমকা একটি লরিতে ধাক্কা মারে ওই ব্যক্তি।

তার আগে একাধিকবার সেই চালককে জিজ্ঞেস করার পর বাসের ওই চালক জাত্রীদের জানায় যে সেই এবার বাস চালাবে। লরির চালক ও স্থানীয়রা তাকে মারধর করবে এই ভয়ে ওই ব্যাক্তি তারপরেই বাস ছেড়ে পালায়। অবস্থা খারাপ দিকে এগোছহে দেখে স্থানীয় থানায় খবর দেন বাসটিতে থাকা যাত্রীরা।  তারপরে তাদের উদ্ধার করে আনা হয়।তেলেঙ্গানা পরিবহণ দপ্তর ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কিন্তু এখনো অব্দি তাকে খুজে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর