বাংলাহান্ট ডেস্ক: এর আগেই প্রকাশ্যে এসেছিল রেজিস্ট্রির (registry) ছবি। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে আইনি মতে বিয়ে সারেন অভিনেত্রী মানালি মনীষা দে (manali dey) ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় (abhimanyu mukherjee)। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক বিয়েটা (marriage)। এবার সেই পাটও চুকিয়ে ফেললেন মানালি ও অভিমন্যু।
গতকাল, সোমবার চার হাত এক হয়ে গেল এই অভিনেত্রী ও পরিচালক জুটির। অভিমন্যুর বাড়িতেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারেন এই যুগল। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে একেবারেই ঘরোয়া ভাবে হয়েছিল বিয়ের আয়োজন। তাও শুধু মালাবদল ও সিঁদুরদান। সামাজিক দূরত্ব বজায় রাখতে আইবুড়োভাত বা গায়ে হলুদ কোনো অনুষ্ঠানই করেননি মানালি অভিমন্যু।
বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের সদস্যরা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বিয়েতে শাশুড়ির কাছ থেকে একটি সুন্দর গোলাপি রঙের শাড়ি উপহার পেয়েছিলেন মানালি। সেই শাড়ি পরেই বিয়ে সারেন অভিনেত্রী। অভিমন্যু উপহার ছিল একটি হিরের আংটি। বিয়ের মেনুতে এদিন ছিল মাটন বিরিয়ানি ও মাটন কষা।
করোনা না থাকলে বিয়েটা আরও বড় করে হতো এটাই আফশোস মানালির। রেজিস্ট্রির দিন অভিমন্যুর মা ছিলেন না কলকাতায়। তাই উনি ফিরতেই সারা হল আনুষ্ঠানিক বিয়ে। পরিচালকের কথায়, “এখন বিয়ে করার একটাই কারণ, পরিবারকে বেশি সময় দেওয়া যাবে।”
তবে মানালির অভিযোগ, অভিমন্যু অনেক রাত পর্যন্ত জেগে টিভি দেখে। তাই ঘুমের ব্যাঘাত যাতে না হয় তার জন্য আইমাস্ক নিয়ে এসেছেন তিনি। করোনা পরিস্থিতিতে দুজনের হানিমুন আটকে রয়েছে শান্তিনিকেতনে মানালির বাড়ি পর্যন্তই। তবে এসব মিটলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
https://www.instagram.com/p/CFbdpq8H5on/?igshid=182uev9wilwoh
১৫ অগাস্ট রেজিস্ট্রি বিয়ে করেছিলেন মানালি অভিমন্যু। ঘরোয়া অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল হাতে গোনা। ছিলেন মানালির বাবা, দাদু ও অভিমন্যুর বাবা। অভিমন্যুর মা মুম্বইতে থাকায় তখন আসতে পারেননি।
ঘরোয়া অনুষ্ঠানের সঙ্গে মানানসই ভাবে সেজেছিলেন মানালি। লাল চুড়িদার, কানে ছোট দুল, দুহাতে হালকা চুড়ি ও খোলা চুল। এমনই ছিমছাম সাজে এদিন দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পাশে অভিমন্যুও পরেছিলেন লাল শার্ট ও জিন্স।
পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনেরই প্রেম মানালির। সপ্তকের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমন্যুর সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সম্পর্ক কোনও দিনই লুকিয়ে রাখেননি মানালি অভিমন্যু। ‘নিমকি ফুলকি’র সেট থেকে শুরু হয় মানালি অভিমন্যুর প্রেম। রেজিস্ট্রির পরে নিমকি ফুলকি ২ তেও দুজনে কাজ করেছেন একসঙ্গে।