শো করতে গিয়ে চরম ভুল করেছিলেন মানালি, জুটেছিল থাপ্পড়!

বাংলা হান্ট ডেস্ক : টলিউড (Tollywood) জগতে এক জনপ্রিয় নাম মানালি দে (Manali Dey)। টেলিভিশন পর্দা হোক কিংবা বড় পর্দা। সর্বত্রই যেন তাঁর রাজত্ব। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই আকৃষ্ট করেছে দর্শকদের। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা যাচ্ছিলো জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘ধুলোকনা’ ধারাবাহিকে। মুখ্য চরিত্রে সকলের সামনে ধরা দিয়েছিলেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রীর এক ভিডিও। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায়, একবার নাকি শো করতে গিয়ে এক দর্শকের হাতে থাপ্পড় খেতে হয়েছিল তাঁকে। শুনতে অবাক লাগলেও এ কথা যে সত্যি তা নিজের মুখে স্বীকার করেছেন অভিনেত্রী মানালি দে। তবে প্রিয় অভিনেত্রীর মুখে এখানে কথা শুনে অবাক হয়েছেন ভক্তরা।

Manali Dey

জি বাংলার জনপ্রিয় টক-শো ‘অপুর সংসারে’ হাজির হয়েছিলেন অভিনেত্রী মানালিতে। সেখানেই সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে তিনি জানান তাঁর এই ঘটনার কথা। অভিনেত্রী বলেন, ‘আমাকে একবার বলা হয়েছিল খোলা মঞ্চে শো করতে অর্থাৎ মাচা অনুষ্ঠান করতে আর সেই অনুষ্ঠানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে আমার। এমন এক ঘটনা ঘটেছে যা হয়তো সহজে বিশ্বাসই করতে পারবে না কেউ’।

Manali Dey

অভিনেত্রী বলেন, ‘আমি এবং আমার সহ অভিনেতা হেঁটে যাচ্ছিলাম। সে সময় অসংখ্য ভক্তরা ভিড় জমিয়েছিলেন সেই অনুষ্ঠানে। যদিও আমি ওইসব দিকে ধ্যান না দিয়ে নিজের মতোই হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে সেখানে উপস্থিত হন এক মহিলা। গালে বসিয়ে দেন এক থাপ্পড়। অমনি আমি চমকে সামনে দিকে তাকাই। এরপরই ওই মহিলা বলে ওঠেন, মাথা উঁচু করে হাঁটো মুখ যদি নাই দেখাবে তাহলে এখানে এসেছ কেন?’

এই ঘটনা ঘটার পর রীতিমতো চমকে ওঠেন অভিনেত্রী। যদিও মানালির কথায়, ‘এখানেই শেষ নয়। ওই মহিলা এতটাই রেগে গিয়েছিলেন যে কেবলমাত্র আমার নয় আমার সহ অভিনেতার ও গালে বসিয়ে দিয়েছিলেন চড় যদিও আমি কিংবা আমার সহ অভিনেতা কেউই এই ঘটনার পাল্টা প্রতিবাদ করিনি’।

additiya

সম্পর্কিত খবর