ভাঙলো ৭১ বছরের পুরোনো রেকর্ড! লজ্জাজনক মাইলফলকের সাথে নাম জুড়লো অধিনায়ক রোহিতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সবকিছু ঠিকঠাক এগোলে আজকের দিনেও ইন্দোর টেস্ট (Indore Test) চলার কথা ছিল। কিন্তু তেমনটা হয়নি। ইন্দোরের টার্নিং ট্র্যাকে ম্যাচ শেষ হয়ে গিয়েছে তিনদিনেই। ভারত এবং অস্ট্রেলিয়ার দুই দলই স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করতে গিয়ে রীতিমত অস্বস্তিতে ভুগেছে। বিশেষ করে ভারতীয় দল (Team India) সামলাতে পারেনি লিয়ন, কুহেনেম্যানদের ঘূর্ণি। ৯ উইকেটে ম্যাচ জিতে স্টিভ স্মিথের (Steve Smith) নেতৃত্বে অসাধারণভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে অজিরা।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত তৃতীয় টেস্ট ম্যাচ হেরে যাওয়ার সাথে সাথেই হিটম্যানের নামের সাথে একটি খুব খারাপ রেকর্ড জুড়ে যায়। টেস্ট ক্রিকেটে ভারতের ৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন রোহিত। এখন তিনিই ভারতের প্রথম টেস্ট অধিনায়ক যিনি হোম ম্যাচ খেলতে গিয়ে কত কম ওভারের মধ্যে হারের মুখ দেখেছেন। এর আগে এই লজ্জার রেকর্ড ছিল প্রাক্তন ও কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার এবং অধিনায়ক বিজয় হাজারের নামে।

test rohit kohli

ইন্দোরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি পুরো ৩ দিন অবধিও গড়ায়নি। অর্থাৎ একটি সাধারণ টেস্ট ম্যাচের দৃষ্টিকোণ থেকে ম্যাচটি নিজের জন্য নির্ধারিত সময়ের অর্ধেকেরও কম সময়ে ফলাফল এনে দিয়েছে। এই ম্যাচে মোট ১১৩৫ টি বল করা হয়েছিল যাতে জয়-পরাজয়ের সিদ্ধান্ত হয়। এর আগে ১৯৫১-৫২ মরশুমে যখন বিজয় হাজারের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডের কাছে হেরেছিল তখন কানপুরে আয়োজিত ওই ম্যাচ গড়িয়েছিল ১৪৫৯ বল পর্যন্ত।

ইন্দোরের পিচ নিয়ে অতীতেও নানান বিতর্ক হয়েছিল। এবারও আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্ট থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে ইন্দোরের পিচকে ‘অত্যন্ত বাজে’ আখ্যা দিয়েছে। যদিও ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে এইরকম পিচে খেলাটা ভারতের শক্তিশালী দিক এবং ভারত যে ম্যাচ হেরেছে তা সম্পূর্ণ নিজেদের দোষে।

যদিও এরপরেও দ্রাবিড় দায় এড়াতে পারছেন না। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ম্যাচ শুরুর আগে রাহুল দ্রাবিড়কে তিনটি পিচ দেখানো হয়েছিল। তার মধ্যে একটি ছিল চরম পাটা। অপরটি ছিল নাগপুর টেস্টের উইকেটের মতো। কিন্তু ওই পিচগুলি দেখেও রাহুল দ্রাবিড় যে পিচে খেলা হয়েছে সেইটিকেই বেছে নেন এবং তার জন্য সমালোচনা সহ্য করতে হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর