টপার হলেই সেরা হওয়া যায় না! মানালি ‘সেরা অভিনেত্রী’ হতেই চুলোচুলি মিঠাই-ফুলঝুড়ি ভক্তদের

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালগুলির (Serial) মধ‍্যে টিআরপির টক্কর চিরদিনের। অভিনেতা অভিনেত্রীরা নিজেদের মধ‍্যে সদ্ভাব বজায় রাখলেও তাঁদের অনুরাগীরা কিন্তু অত সহজে অন‍্যকে ছাড়তে রাজি নয়। সুযোগ পেলেই চলে কাদা ছোঁড়াছুঁড়ির পালা। এই যেমন দীর্ঘদিনের বাংলা সেরা ‘মিঠাই’কে (Mithai) ‘গাঁটছড়া’ টপকে যেতেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল মোদক পরিবারের বৌমাকে।

এবারে সেরা অভিনেত্রী হিসাবে ‘ধুলোকণা’র (Dhulokona) নায়িকা মানালি মনীষা দের (Manali Manisha Dey) হাতে পুরস্কার উঠতেই কুরুচিকর ট্রোল শুরু হল ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu)। আসলে ২০২২ এর কলাকৃতী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর শিরোপা উঠেছে ফুলঝুড়ি ওরফে মানালির মাথায়।

Dhulokona
উৎফুল্ল মানালি সেই সুখবর শেয়ার করে নিয়েছিলেন সোশ‍্যাল মিডিয়ায়। কিন্তু সমস‍্যাটা হয় এরপর। একটি ফেসবুক পেজ থেকে মানালিকে শুভেচ্ছা জানিয়ে নাম না করে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয় সৌমিতৃষার দিকে। লেখা হয়, ‘৪৪ সপ্তাহ বেঙ্গল টপার হয়ে কী লাভ, যদি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডটাই না পায়! গাদা গাদা ফলোয়ার থাকলে আর থ‍্যাঙ্কু গোপাল বললেই সেরা অভিনেত্রী হওয়া যায় না রে পাগলা!’

IMG 20220227 190125
এরপরেই পালটা আক্রমণ শানায় মিঠাই ভক্তরা। একজন চ‍্যালেঞ্জ ছুঁড়েছেন, দর্শকদের ভোটের নিরিখে বিচার হোক আগে। তারপর দেখা যাবে সেরা অভিনেত্রী কে হল। আরেকজনের কটাক্ষ, এই ধরনের পোস্ট শেয়ার করে নিজের নোংরা মানসিকতারই পরিচয় দেওয়া হচ্ছে। মানালি নিঃসন্দেহে দুর্দান্ত অভিনেত্রী। কিন্তু কাউকে শুভেচ্ছা জানাতে গিয়ে অন‍্যকে ছোট করা ঠিক নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর