পাউরুটির জন্য হাহাকার করেছি, এখন অনেককে মদ-মাংস খাওয়াচ্ছি! ভাইরাল TMC বিধায়কের পোস্ট

বাংলা হান্ট ডেস্কঃ মনোরঞ্জন ব্যাপারী (Manaranjan Byapari), নেহাত রিকশাচালক হিসেবে জীবন শুরু করলেও মহাশ্বেতা দেবীর সাক্ষাৎ যাকে বদলে দিয়েছিল পুরোপুরি। রিকশাচালক হয়ে উঠেছিলেন কলমের কারবারি। তার একাধিক সাহিত্যকৃতি রীতিমতো নজর কেড়েছিল সকলের। তবে আপাতত আবার কিছুটা পরিবর্তিত হয়েছে তার জীবনের ধারা। এখন তিনি তৃণমূল বিধায়ক (TMC MLA)। তবে বিধায়ক হওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি মনোরঞ্জনের। বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে তিনি উঠে এসেছেন সংবাদ শিরোনামে। কিছু মন্তব্যের ভুল ব্যাখ্যাও হয়েছে।

তবে কিছুদিন আগেই ভাইরাল (Viral Video) হয় তার একটি ভিডিও (Video)। দেখা যায় দলীয় কর্মীর থেকে খৈনি চেয়ে খাচ্ছেন তিনি। জননেতার এ ধরনের আচরণ রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার মন্তব্যের বেশ কিছু অপব্যাখ্যা নিয়ে এর আগেও সরব হয়েছেন মনোরঞ্জন। রবিবার ফের একবার সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তাকে। এদিন একটি দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই যে আমি আপনাদের মনা ভাই মনা দা , এক সময় আমি সতেরো পয়সা দামের একটা পাউরুটির জন্য কত হাহাকার করেছি সেই আমি আজকাল অনেক জনের ভাত তো তুচ্ছ , মাংস মদের পর্যন্ত জোগান দিতে পারছি ভেবে পুলকিত হচ্ছি।”

এখানেই থামেননি মনোরঞ্জন। তাকে নিয়ে যে একাধিক বিতর্ক তৈরি হচ্ছে তা নিয়েও এদিন মুখ খোলেন তিনি। তিনি লেখেন, “আমি কেন আমানবিক উচ্চারণ করতে পারিনি, আমি কেন খইনি খাই, আমি কেন সুখ শয্যায় না শুয়ে গামছা বিছিয়ে আমগাছের ছায়ায় শুয়ে পড়েছি,আমি কেন দামি হোটেলে না খেয়ে মা ক্যান্টিনে লাইন দিয়ে “দিম্ভাত” খাই , এই সব নিয়ে খবর করে কিছু জন আজকাল বেশ তেলে ঝোলে থাকছে।”

manoranjan

তার মতে সংবাদমাধ্যমের চোখে পড়ছে না চারিদিকে যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। সাধারণ মানুষ যেভাবে সমস্যায় পড়ছে তা সংবাদ মাধ্যমের খবরে নেই। দিল্লির কৃষক আন্দোলনের কথাও টেনে আনেন তিনি। সর্বোপরি তিনি লেখেন, “আমি ভেবে পাইনা মানুষের কত সমস্যা সে গুলো কী এদের চোখে পড়ে না? পেট্রল ডিজেলের দাম আকাশ ছুতে চলেছে ,যার ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে,প্রায় আট মাস রোদ শীত বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ অন্নদাতা কৃষক দিল্লির রাস্তায় বসে আছে সে নিয়ে সংবাদ মাধ্যম নীরব । সময় নেই এদের সে দিকে চোখ ফেরাবার। এরা ক্যামেরা নিয়ে ঘুরছে আমি কখন কার কাছে হাত পেতে খৈনি চেয়ে নেবো তেমন ছবি তোলবার চেষ্টায়। সাবাস,এই তো চাই।চালিয়ে যাও ভাই।এই ভাবে “একদিন ক্রমমুক্তি” হবে।”

 


Abhirup Das

সম্পর্কিত খবর