বাংলাহান্ট ডেস্ক: দাদাগিরিতে এসে আগেই জানিয়েছিলেন, পরিচালনায় আসছেন অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha)। ‘এটা আমাদের গল্প’ ছবির পরিচালনা করছেন তিনি। বেশ কিছুদিন হল ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালেও দেখা যাচ্ছে না ছোট ঠাম্মিকে। ছবির পরিচালনা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। প্রথম বার ছবি তৈরি করতে গিয়ে কী বিপদে পড়েছিলেন, সেই গল্পই শোনালেন মানসী।
প্রথম বার পরিচালকের আসনে বসেই দু নম্বরি প্রযোজকের পাল্লায় পড়েছিলেন মানসী। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম বারের অভিজ্ঞতা সাংঘাতিক। প্রযোজকের সমস্যার জন্য টাকার যোগানও বন্ধ হয়ে গিয়েছিল। শেষমেষ ধাগা প্রোডাকশন এগিয়ে আসায় ভোগান্তি শেষ হয় মানসীদের।
অভিনেত্রী জানান, লকডাউনের আগেই যে ছবির কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটার শুটিং এখনো শেষ করে উঠতে পারেননি তাঁরা। সবই ওই প্রযোজকের সমস্যার জন্য। টাকার জন্য শুটিং বন্ধ রাখতে হয়েছিল। এখন অবশ্য নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ।
মানসী জানান, ছবির গল্প দুই বয়স্ক মানুষের প্রেম নিয়ে। মুখ্য চরিত্র এক পঞ্চাশোর্দ্ধ মহিলার। সেই চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। তাঁর বিপরীতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অপরাজিতা নাকি প্রথমে চরিত্রটিতে অভিনয় করতে রাজি হননি। তারপর মানসীর কথায় রাজি হন তিনি।
প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে ঊর্মি সাত্যকির ছোটঠাম্মির চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয় বরাবরই বেশ পছন্দ দর্শকদের। এর আগে ‘দাদাগিরি’তে এসে মানসী জানিয়েছিলেন, তাঁর চরিত্রটি একাধারে যেমনি মজার তেমনি দায়িত্বশীলও বটে।
ছোটদের সঙ্গে যেমন তাদের মতো করে মিশে যেতে পারেন, হাসিমজা করেন। তেমনি বিপদের সময়ে ঢাল হয়ে আগলান গোটা পরিবারকে। যৌথ পরিবারের অন্যতম গুরুজন হওয়ায় যথেষ্ট দায়িত্ববান চরিত্র তাঁর। আর মানসীর অভিনয় গুণে দর্শকরাও ভালবেসে ফেলেছেন ছোট ঠাম্মিকে।