বাইক ধরে ফাইন নিয়েছিল পুলিশ, রাগে থানায় পোঁছে বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন বিদ্যুৎকর্মী

বাংলা হান্ট ডেস্ক: বাইকের প্রয়োজনীয় কাগজপত্র বা হেলমেট না থাকলে রাস্তায় জরিমানা বাবদ চালান কেটে দেন পুলিশকর্মীরা। সাধারণত এই ছবি দেখতেই অভ্যস্ত আমরা। কিন্তু, এবার যে ঘটনা সামনে এসেছে তা শুনে কর্যত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। জানা গিয়েছে, বাইকের কাগজপত্র ঠিক না থাকায় এক বাইক আরোহীর জরিমানার উদ্দেশ্যে চালান কেটেছিল পুলিশ। কিন্তু, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কার্যত অভিনব ভাবে “বদলা” নিলেন ওই বাইক আরোহী তথা বিদ্যুৎ দফতরের এক কর্মী।

শুধু তাই নয়, রেগে গিয়ে কার্যত থানারই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই ভিরমি খেয়েছেন সকলে। জানা গিয়েছে, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিরৌলি থানা এলাকার হরদাসপুরে। ওই ব্যক্তির নাম ভগবান স্বরূপ। পেশায় তিনি বিদ্যুৎ দফতরের কর্মী।

এই প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় নাকা তল্লাশি চালানোর সময় ভগবান স্বরূপের বাইক আটকে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান সেখানে কর্তব্যরত পুলিশকর্মী মোদী সিংহ। ঠিক তখনই ভগবান ওই পুলিশকর্মীর উদ্দেশ্যে অনুরোধ করে জানান, “এ বারের মতো আমাকে ছেড়ে দিন। আমার সঙ্গে কাগজপত্র নেই। নাহলে বাড়ি থেকে এনে দেখিয়ে দিচ্ছি।”

যদিও, তাঁর এই অনুরোধে কর্ণপাত করেননি কর্তব্যরত ওই পুলিশকর্মী। এমনকি, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য ভগবানের ৫০০ টাকা জরিমানা করা হয় বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, এই ঘটনায় রেগে যান ভগবান। শুধু তাই নয়, এরপরই তিনি তাঁর সহকর্মীদের ডেকে থানার বিদ্যুতের সংযোগ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, অবস্থা বেগতিক দেখে পুলিশকর্মীরা তখন ভগবানকে বোঝানোরও চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং, ভগবান পাল্টা অভিযোগ করে বলেন যে, দিনের পর দিন কার্যত অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে কাজ চালাচ্ছে ওই থানা। আর সেই কারণেই থানার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন তিনি। যদিও, এই প্রসঙ্গে বিদ্যুৎ দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে, সমগ্ৰ বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর