খেলা হবে বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্ট ম্যাচ, ইংল্যান্ডকে এই অফার দিল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়া আর ইংল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ করোনার কারণে বাতিল হয়েছে। টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে আর ইতিহাস গড়ার থেকে মাত্র এক পা দূরে ছিল। কিন্তু করোনার কারণে এই ইতিহাস গড়তে এখন কিছুটা সময় লাগবে।

শোনা যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পঞ্চম টেস্ট আগামী দিনে খেলা করানো নিয়ে আলোচনা চালাচ্ছে। বিসিসিআই-র তরফ থেকে আধিকারিক বয়ান সামনে এসেছে। সেখানে বলা হয়েছে যে, বিসিসিআই আর ইসিবি দুই পক্ষই এই ম্যাচ পরে খেলার জন্য সহমত প্রকাশ করেছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও বয়ান জারি করেছে। তাঁরা জানিয়েছে যে, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-র সঙ্গে আলোচনা করার পর ইসিবি এই বিষয়ে সহমত হয়েছে যে, ভারত আর ইংল্যান্ডের মধ্যে আজ থেকে ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া পঞ্চম টেস্ট বাতিল করা হচ্ছে।”

বয়ানে বলা হয়েছে যে, ক্যাম্পে করোনার মামলা বাড়ার কারণে ভারত ময়দানে খেলোয়াড়দের নামাতে চায় না। আমরা অগণিত ক্রিকেট ভক্ত আর পার্টনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। আমরা জানি এই সিদ্ধান্তের ফলে তাঁদের অনেক ক্ষতি হবে। আগামী দিনে বাকি আপডেট দেওয়া হবে।

বিসিসিআই সূত্র পরিস্কার জানিয়ে দিয়েছে যে, ভারত আর ব্রিটেনের মধ্যে বাতিল হওয়া ম্যানচেস্টার টেস্ট অন্য একসময় খেলা হবে। বর্তমানে ভারত এই সিদিজে ২-১ এ এগিয়ে আছে। ভারতকে এই সিরিজ জয় করতে হলে হয় পরবর্তী সময়ে হওয়া এই ম্যাচ জিততে হবে, নাহলে ড্র করতে হবে। ভারতের তরফ থেকে ইংল্যান্ডকে এই ম্যাচ পরবর্তী সময়ে খেলার জন্য অফার দেওয়া হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও এই অফার মেনে নিয়েছে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর