‘মিঠাই’এর সেটে গণপতির আরাধনা, মেকআপ রুমেই সাজিয়ে গুছিয়ে ছোট্ট গণেশকে পুজো করলেন সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: আজ গণেশ চতুর্থী (ganesh chaturthi)। মুম্বই নগরীর সঙ্গে উৎসবে মেতেছে কল্লোলিনীও। বলিউডের পাশাপাশি টলিউড তথা টেলিপাড়াতেও চলছে গণপতির আরাধনা। তালিকায় রয়েছেন সকলের প্রিয় ‘মিঠাই’ অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu)। সিরিয়ালের শুটিংয়ের ফাঁকেই গণেশ পুজো করতে দেখা গিয়েছে তাঁকে।

কয়েক মাস ধরে লাগাতার বাংলা সেরার তকমা ধরে রেখেছে মিঠাই। তবে কিছুদিন ধরে প্রতিযোগিতা বাড়ছে। তাই চাপও কিছুটা বেড়েছে। আগেই সৌমিতৃষা জানিয়েছিলেন তিনি কাজ থেকে ছুটি নেনই না প্রায়। সেরা টিআরপির সিরিয়ালের নায়িকা বলে কথা! দর্শকদের প্রত‍্যাশা তো থাকবেই। সেটা বোঝেনও সৌমিতৃষা। আর তাই তো প্রায় রোজই শুটিং সেটে ছোটেন।

mITHAI fi
গণেশ চতুর্থীতেও তার ব‍্যতিক্রম হয়নি। সকাল থেকেই শুট ছিল সৌমিতৃষার। তার ফাঁকেই সারলেন গণপতির পুজো। তাও আবার স্টুডিওর মেকআপ রুমে। ড্রেসিং টেবিলের উপরেই সুন্দর করে আসন পেতে ফুল, মালা দিয়ে সিংহাসন সাজিয়ে গণেশকে বসিয়েছেন সৌমিতৃষা। পাশেই রাখা পুজোর থালা, পঞ্চপ্রদীপ।

গণপতির সামনে থালায় সাজিয়ে রাখা নানান রকমের প্রসাদ। ফল, মিষ্টি দিয়ে প্রসাদের থালা সাজিয়েছেন অভিনেত্রী। মিঠাইয়ের সাজেই এদিন ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। পুজোর তিনটি ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা। একটিতে তাঁর পাশে দেখা গিয়েছে পিসিমণিকেও। ছবি পোস্ট করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন সৌমিতৃষা।

https://www.instagram.com/p/CTo8NpJht2W/?utm_medium=copy_link

সৌমিতৃষা ছোট থেকেই খুব ঈশ্বর মানেন। মিঠাইয়ের মতোই বাড়িতে তাঁরও গোপাল রয়েছে। দিন কয়েক আগেই জন্মাষ্টমীর দিন ছিল মিঠাই এর শুট। সকালেই কলটাইম ছিল এদিন, তাই সকাল সকাল তিনি ও তাঁর মা উঠে নিজেরা স্নান সেরে তারপর গোপালকে স্নান করিয়েছেন। নতুন জামা পরিয়েছেন।

Mithai3
ভোগে এদিন গোপালের জন‍্য ছিল তালের বড়া, নাড়ু, মালপোয়া, ফল, মিষ্টি। নিজেরা সারাদিন নিরামিষ খেয়েছেন এদিন। তবে শুটের তাড়া থাকায় আর পুরোহিত ডেকে পুজো করাতে পারেননি সৌমিতৃষা, নিজেরাই নিষ্ঠা ভরে পুজো করেছেন গোপালকে। এদিন ছিল বাবা লোকনাথের জন্মতিথিও। পুজো করে তাঁকে ভোগ দিয়েছেন অমৃতি আর জিলিপি। এত সব সেরে তারপর শুটিংয়ে এসেছেন মিঠাই। তাই গণেশ চতুর্থীতেও যে দুদিকই সামলাতছ পারবেন সৌমিতৃষা তা আর বলার অপেক্ষা রাখে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর