সুপার সাইক্লোনের পর দানা! ঝড়ের মুখে দাঁড়িয়েও কীভাবে রক্ষা পায় ওড়িশার ভিতরকণিকা

বাংলা হান্ট ডেস্ক : গত শুক্রবার ওড়িশার হাভালিখাটি নেচার ক্যাম্পের কাছে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। এই দানার (Cyclone Dana) তান্ডবে দক্ষিণবঙ্গসহ একাধিক জেলায় শুরু হয়েছিল ব্যাপক বৃষ্টিপাত। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়েছিল দানার (Cyclone Dana) ল্যান্ডফল। তারপর থেকে কয়েক ঘন্টা ধরে ভালো রকম দাপট চলে এই ঘূর্ণিঝড়ের।

ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) থেকে কীভাবে রক্ষা পেল ভিতরকণিকা?

এই ভয়ংকর ঘূর্ণিঝড়ের কথা শুনেই শুরুতে ভয়ে হাটু কাঁপছিল রাজ্যবাসীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ওড়িশার  ভিতরকণিকা জাতীয় উদ্যান এর কাছে আছড়ে পড়তে পারে এই ভয়ংকর ঘূর্ণিঝড়। যার ফলে ভিতরকণিকার জঙ্গলের প্রাণীদের নিয়ে তৈরি হয়েছিল বিরাট আশঙ্কা। পরে দেখা যায় দানার ল্যান্ডফল  হওয়ার পরেও ভিতরকণিকা জাতীয় উদ্যানের তেমন কোনো  ক্ষয়ক্ষতি হয়নি। যা দেখে বেশ অবাক হয়েছেন পরিবেশপ্রেমীরাও। 

কিন্তু প্রশ্ন হল  প্রবল বেগে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের কবল থেকে কিভাবে রক্ষা পেল ভিতরকণিকার জঙ্গল? আশ্চর্যজনকভাবে এই জঙ্গলের রক্ষাকর্তা হয়ে উঠেছিল ওই ম্যানগ্রোভ জঙ্গলের গাছের শিকড়গুলি। যার ফলে দানার প্রচন্ড জলস্ফীতি থেকে রক্ষা পেয়েছিল এই জঙ্গল। এইভাবে প্রচন্ড  দুর্যোগের মুখেও  ম্যানগ্রোভ জঙ্গল আর  সেখানকার বন্যপ্রাণীরা রক্ষা পেয়েছে।

আরও পড়ুন : খুব সাবধান! সামান্য ভুলেই ‘ডিজিটাল অ্যারেস্ট’! রক্ষা পাবেন কীভাবে, জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি

তাছাড়া আবহবিদদের তরফে জানানো হয়েছে দুটি বিপরীত ঘূর্ণিঝড়ের প্রভাবে দানার তীব্র গতিও ছিল অনেকটাই কম। তার ওপর এই প্রচন্ড ঝড়ের মুখে রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে ছিলাম ভিতরকণিকা জঙ্গলের ম্যানগ্রোভ গাছগুলি। এ প্রসঙ্গে ওড়িশার পুরনো বাসিন্দারাও বলেছেন ১৯৯৯ সালে যখন ভিতরকণিকার  কাছেই জগৎসিংহপুরে সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল তখনও প্রায় একইভাবে এই ম্যানগ্রোভের জঙ্গলের কারণেই ভিতরকণিকা জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছিল। 

Bhitarkanika

সেই সুপার সাইক্লোনের তান্ডবে সেসময় ১০০০ মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু রক্ষা পেয়েছিল জঙ্গলের সমস্ত পশুপাখিরা। একথা স্বীকার করে নিয়েছেন   স্বয়ং ওড়িশার মুখ্য বনপাল সুশান্ত নন্দও। তিনিও জানিয়েছেন  ম্যানগ্রোভের জঙ্গলের দুটি স্তরই ভিতরকণিকার জঙ্গলের ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে নিয়েছে৷ আর এই কারণেই  জাতীয় উদ্যানের কুমির সহ অন্যান্য প্রাণীদেরও কোনও ক্ষতি হয়নি৷

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর