হঠাৎ হাসপাতালে মানিক ভট্টাচার্য, কী হয়েছে তৃণমূল বিধায়কের?

Published on:

Published on:

Manik Bhattacharya Hospitalised After Sudden Illness
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোতেই তাঁর প্রেসার বেড়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। নাকাশিপাড়া থানার সাহায্যে তাঁকে দ্রুত বেথুয়াডহরির একটি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি প্রায় দুই বছর জেলে ছিলেন। ইডির অভিযোগ, ওই দুর্নীতিতে অন্যতম প্রধান মুখ তিনিই। ২০২২ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্ত্রী ও ছেলেকেও ইডি জিজ্ঞাসাবাদ করে। তদন্ত নিয়ে মানিক হাই কোর্টে মামলা করেন, আর সেই মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন।

মানিককে (Manik Bhattacharya) কী কী শর্ত দিয়েছে হাই কোর্ট?

হাইকোর্টের মানিককে বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন দেয়। শর্ত গুলি হল-

  1. পাসপোর্ট জমা রাখতে হবে
  2. তদন্তে সাহায্য করতে হবে
  3. নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে
  4. তদন্তকারী অফিসারের নম্বর জমা দিতে হবে
  5. কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না
  6. অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না

Manik Bhattacharya Hospitalised After Sudden Illness

আরও পড়ুনঃ গ্যাস সংযোগ মিলতে দেরি হচ্ছে? উজ্জ্বলা যোজনায় আবেদনের পর কোন ধাপগুলো জরুরি? জানুন

বৃহস্পতিবার কৃষ্ণনগরে SIR নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল। সেখানে যোগ দিতেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন মানিক (Manik Bhattacharya)। সেই সময়েই তিনি অসুস্থ বোধ করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে মানিক ভট্টাচার্য আপাতত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা তাঁর উপর নজর রাখছেন।