মানিকতলা উপনির্বাচনে বিরাট চমক! এই হেভিওয়েটকে টিকিট দেবে TMC? নাম ফাঁস হতেই তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে ফের ভোটের দামামা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে উপনির্বাচন হতে চলেছে এবার। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পাল্টা এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফ থেকে কমিশনকে চিঠিও লেখা হয়েছে।

চার কেন্দ্রে কেন তড়িঘড়ি ভোট (West Bengal Assembly By Poll)? প্রশ্ন করেছে জোড়াফুল শিবির। কারণ আর কয়েকদিন পর ফের বাংলার ৬টি আসনে উপনির্বাচন করতে হবে। যদি এইভাবে একের পর এক ভোট চলতে থাকে, তাহলে এর প্রভাব প্রশাসনিক কাজের ওপর পড়ে। TMC-র দাবি, ১০ কেন্দ্রে একসঙ্গে উপনির্বাচন হোক। এই মর্মে তারা কমিশনকে (Election Commission) চিঠি লিখেছে।

   

আরও পড়ুনঃ ভোট মিটতেই ইস্তফা! হঠাৎ বিধায়ক পদ থেকে সরলেন TMC-র চার হেভিওয়েট, শোরগোল

তবে সম্প্রতি যে চার কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তার মধ্যে মানিকতলা কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। কারণ এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক হেভিওয়েটের নাম উঠে আসছে। একইসঙ্গে এই আসনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর কমিটি গঠন করেছেন।

জানা যাচ্ছে, মানিকতলা উপনির্বাচনে (Maniktala Assembly By Election) TMC প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী তিনি। একইসঙ্গে উঠে আসছে সাধন কন্যা শ্রেয়ার নামও। পাণ্ডে পরিবার ছাড়াও তৃতীয় সম্ভাব্য দাবিদার হিসেবে সামনে আসছে রাজ্যের এক বড় আমলার না! তাঁর নাম নিয়েও চর্চা চলছে বলে খবর। তবে জানা যাচ্ছে, এগিয়ে রয়েছেন সুপ্তিই।

trinamool congress tmc flags

অন্যদিকে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদায় কাদের দাঁড় করায় TMC, তা নিয়েও জোর চর্চা চলছে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটে পরাজিত হয়েছেন, বিধানসভা উপনির্বাচনেও কি তাঁকে দাঁড় করাবে দল? এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

অন্যদিকে রানাঘাটের প্রাক্তন BJP বিধায়ক মুকুটমণি অধিকারী এবারের লোকসভা নির্বাচনের আগে ৎ TMC-তে যোগ দেন। রানাঘাট থেকে তাঁকে টিকিট দেওয়া হলেও তিনি পরাজিত হয়েছেন। তাই উপনির্বাচনে ফের তাঁর ওপর আস্থা রাখা হবে কিনা সেটা দেখার। বাগদা আসনেও বিশ্বজিৎ দাসের ওপর জোড়াফুল শিবির ভরসা রাখে কিনা সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। TMC-র একাংশের মত, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি এবং বিশ্বজিৎ টিকিট পেতে পারেন। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেলা নেতৃত্বের থেকে রিপোর্ট নেওয়ার পরেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর