বড়সড় সাফল্য ভারতীয় সেনা ও পুলিসের! এনকাউন্টারে নিকেশ ৪০ জঙ্গি! এখনো চলছে লড়াই

বাংলা হান্ট ডেস্ক : জ্বলছে মণিপুর (Manipur)। দাঙ্গায় ক্ষতবিক্ষত উত্তর-পূর্বভারতের সেরাজ্য। এরই মধ্যে নিকেশ হল ৪০ জঙ্গি। এখনও চলছে লড়াই। এই প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)।

আজ রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, বিগত আট ঘণ্টা ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মণিপুর পুলিসের কমান্ডো বাহিনী। এখনও পর্যন্ত নিহত হয়েছে অন্তত চল্লিশ জন জঙ্গি।’ বীরেন সিং আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের নিশানা করছিল জঙ্গিরা। তারা এম-১৫ ও একে-৪৭ রাইফেলের মতো মারণ অস্ত্র ব্যবহার করছে। সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থার সাহায্যে আমরা এদের বিরুদ্ধে লড়াই করছি।’

   

জানা যাচ্ছে, ইম্ফল উপত্যকার কাছে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। এখনও জারি রয়েছে লড়াই। আগামিকাল মণিপুরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহুর্তে উত্তর পূর্বের রাজ্যটিতে ‘পিস মিশনে’ রয়েছেন কেন্ত্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

manipur 2 2

আগুন জ্বলছে মণিপুরে। কিছুতেই নিভছে না জাতি দাঙ্গার আগুন। পরিস্থিতি জটিল করে হিংসায় ইন্ধন জোগাচ্ছে পাহাড়ের একাধিক জঙ্গিগোষ্ঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল থেকেই অভিযান শুরু করেছে অসম রাইফেলস ও সেনাবাহিনী।

সংঘাতের কেন্দ্রবিন্দু ও ইম্ফল উপত্যকা ঘিরে রাখা পাহাড়গুলিতে অভিযান শুরু করেছে অসম রাইফেলস ও সেনাবাহিনী। গভীর জঙ্গলে আত্মগোপন করে থাকা কুকি ও নাগা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধেই এই অভিযান।

জাতি দাঙ্গায় ইন্ধন জোগাচ্ছে ইউনাইটেড পিপলস ফ্রন্ট (UPA) ও কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের (KNO) মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। পাহাড়ে মেতেইদের উপর হামলা চালাচ্ছে তারা। শনিবার সেনাপতি জেলার মতবুং, সদর হিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাইকুল, পুখাও ও সাংগলমাং এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর