বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের বরিষ্ঠ নেতা মনিষ তিওয়ারি (Manish Tewari) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখে শহীদ ভগৎ সিং (Bhagat Singh), শুখদেব (Sukhdev) আর রাজগুরু’কে (Rajguru) ভারত রত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি করলেন। উনি এও দাবি করেন যে, পাঞ্জাবের মোহালির বিমান বন্দরের নাম শহীদ – এ – আজম ভগৎ সিং বিমান বন্দর করা হউক।
মনিষ তিওয়ারি বলেন, শহীদ ভগৎ সিং, শুখদেব আর রাজগুরু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ওনাদের কারণে দেশভক্তদের একটি নতুন প্রজন্মের উদয় হয় ভারতে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভগৎ সিং, শুখদেব আর রাজগুরু কে ১৯৩১ সালে ২৩ মার্চ ফাঁসির সাজা শোনায় ইংরেজরা। মনিষ তিওয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করে আগামী ২৬ জানুয়ারি ২০২০ সালে এই তিন বীর শহীদকে ভারত রত্ন দেওয়ার দাবি তোলেন।
তিওয়ারি এও দাবি করেন যে, এই তিনজনকে অফিসিয়ালি ভাবে শহীদ-এ-আজম ঘোষণা করুক মোদী সরকার। এছাড়াও চণ্ডীগড়ের মোহালি বিমান বন্দরের নাম শহীদ-এ-আজম ভগৎ সিং করার দাবি করেন তিনি। প্রসঙ্গত, ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি আরটিআই করে ভগৎ সিং, শুখদেব আর রাজগুরুর বিষয়ে প্রশ্ন করা হয়ে যে, এনাদের শহীদের তকমা কবে দেওয়া হবে। আর যদি এটা সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে কবে নেওয়া হবে? ওই আরটিআই এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, এই সম্বন্ধীয় তথ্য আমাদের কাছে নেই।
Congress Lok Sabha MP Manish Tewari urged Prime Minister Narendra Modi to accord India's highest civilian award Bharat Ratna to freedom fighters Bhagat Singh, Rajguru and Sukhdev.
Read @ANI Story | https://t.co/GyF55IyFRn pic.twitter.com/qEi1iX4Svp
— ANI Digital (@ani_digital) October 26, 2019
উল্লেখ্য, দেশ স্বাধীনের পর থেকে প্রায় ৬০ বছর কংগ্রেস এই দেশে শাসন করেছে। ওই শাসন কালে ভগৎ সিং, শুখদেব আর রাজগুরুকে শহীদ তকমা দেওয়ার জন্য তাঁদের পরিবার থেকে বেশ কয়েকবার আন্দোলন করা হয়েছিল। কিন্তু কংগ্রেস সেই আন্দোলনে কোনদিনও কর্ণপাত করেনি। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বীর শহীদদের ভারত রত্ন দেওয়ার দাবি তুলে ফের রাজনীতি করতে ময়দানে নেমে পড়ল কংগ্রেস।