বাংলা হান্ট ডেস্কঃ 18 ই জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচ। তবে এই ম্যাচ শুরু হওয়ার আগেই প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর বেছে নিলেন তাঁর পছন্দের সেরা ভারতীয় একাদশ। তবে মঞ্জরেকরের সেই দলে জায়গা হল না ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং তারকা বোলার ইশান্ত শর্মার।
যদিও সঞ্চয় মঞ্জরেকর দাবি করেছেন ইংল্যান্ডে পাঁচদিনই রোদ-বৃষ্টির খেলা চলবে সেই কথা মাথায় রেখেই আমি দল তৈরি করেছি তবে রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়ার পেছনে যে মঞ্জরেকরের ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
অপরদিকে ইশান্ত শর্মার বদলে মহম্মদ সিরাজকে দলে রেখেছে মঞ্জরেকর। এর পেছনে যুক্তি দিয়ে তিনি বলেছেন ইংল্যান্ডের এই পিচে মহম্মদ সিরাজ দারুন সুইং করাতে পারবে, সিরাজ অন্য বোলারদের থেকে অনেকটাই আলাদা।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সঞ্জয় মঞ্জরেকরের পছন্দের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ।