জাতীয়বাদ দিয়ে উগ্র ভারত গঠনের চেষ্টা চলছে: বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন মনমোহন সিং

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র (Manmohan Singh) নিশানার শিকার হল এবার গেরুয়া শিবির। দিল্লিতে (Delhi) জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) উপর একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে তিনি বিজেপিকে (BJP) কটাক্ষ করে কিছু বক্তব্য রেখেছিলেন। জাতীয়তাবাদ ও ‘ভারত মাতা কি জয়‘ স্লোগানের অপব‌্যবহার করছে বিজেপিরা এমনটা বলেন তিনি।

MONMOHON 222

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার দিল্লিতে জওহরলাল নেহেরুর উপর একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে নিজের রাখা বক্তব্যের মাধ্যমে তিনি গেরুয়া শিবিরকে কাঠগড়ার দাঁড় করালেন।

তিনি বলেন, ‘অননুকরণীয় পদ্ধতি এবং সব ভাষাভাষী মানুষের জন‌্য অক্লান্ত পরিশ্রম করে জওহরলাল নেহেরু আধুনিক ভারতের ভিত তৈরি করেছিলেন। তাঁর জন্যই ভারতের আজ এই উন্নতি। শিক্ষার মানকে উওন্নত করতে তিনি একাধিক বিশ্ববিদ‌্যালয়, শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। কিন্তু এখন জাতীয়তাবাদ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে উগ্র এবং আবেগতাড়িত এক ভারত তৈরির চেষ্টা করা হচ্ছে। এতে কিন্তু বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবেন। নেহেরুকে সকলের কাছে ভুলভাবে তুলে ধরার চক্রান্ত করা হচ্ছে। তবে ইতিহাসের মিথ‌্যা ব‌্যাখ‌্যা দেওয়ার এই প্রচেষ্টা মানুষ একদিন ঠিক প্রত‌্যাখ‌্যান করবেন। সেইদিনই সব সত‌্য প্রকাশ পাবে।’

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর উপর লেখা বইটি হল ‘হু ইজ ভারত মাতা (Who is Bharat Mata)।’ বইটি প্রসঙ্গে মনমোহন বললেন, ‘বর্তমান ভারতের যে পরিস্থিতি, সেখানে এই বইটি আরও প্রাসঙ্গিক। কারণ এখন জাতীয়তাবাদ ও ভারত মাতার নাম করে দেশকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। কে ভারতমাতা? এবং কার জয়ই বা চায় তাঁরা? এই দেশের মানুষসহ পাহাড়, নদী, জঙ্গল ও মাঠ সব কিছুই আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ হল আসমুদ্রহিমাচলে ছড়িয়ে থাকা ভারতবাসী। তাঁদের মধ্যে এই বিভাজন সৃষ্টি করার চেষ্টা, কিন্তু ইতিহাস কখনই ছেড়ে দেবে না।’


Smita Hari

সম্পর্কিত খবর