বাংলাহান্ট ডেস্ক: শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত অভিনেতা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) মা গীতা দেবী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে নয়া দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মনোজ বাজপেয়ীর মায়ের মৃত্যুর খবর প্রথম জানান তাঁর মুখপাত্র। তিনিই জানান, গত ২০ দিন ধরে অসুস্থ ছিলেন তাঁর মা। নয়া দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতা দেবী। মনোজ বাজপেয়ী ছাড়াও তাঁর আরো দুই ছেলে এবং তিন মেয়ে রয়েছে।
গত বছরের অক্টোবর মাসেই বড় একটা অঘটন ঘটেছিল মনোজ বাজপেয়ীর পরিবারে। পিতৃহারা হয়েছিলেন তিনি। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার বাবা আর কে বাজপেয়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সে সময়ে একটি ছবি শুটিংয়ে ব্যস্ত ছিলেন মনোজ। দুঃসংবাদটা পেয়েই ছবির শুটিং বন্ধ করে দিল্লি রওনা দিয়েছিলেন মনোজ। সেখানেই হয় তাঁর বাবার শেষকৃত্য।
অভিনেতার মুখপাত্র সেদিন জানিয়েছিলেন, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ বাজপেয়ীরর বাবা। খবর পাওয়া মাত্রই দিল্লি ছুটেছিলেন অভিনেতা। সে সময়ে কেরলে আগামী ছবির শুটিং করছিলেন তিনি। এক বছরের মধ্যে বাবা মা দুজনকেই হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন মনোজ বাজপেয়ী।
প্রসঙ্গত, বলিউডের নামী অভিনেতাদের মধ্যে অন্যতম মনোজ বাজপেয়ী। গ্যাংস অফ ওয়াসেপুর, আলিগড়, সত্য, পিঞ্জর এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজেও নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন মনোজ। তিন বার জাতীয় পুরস্কারও পেয়েছেন মনোজ বাজপেয়ী।