বাংলা হান্ট নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফির সেমিফাইনালে দুরন্ত ছন্দে মনোজ তিওয়ারি। এর আগে কোয়ার্টার ফাইনালে দুই ইনিংস মিলিয়ে দুশো রানের বেশি করেছিলেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে। সেমিফাইনালে কঠিন পরিস্থিতিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১০২ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি। যার ফলে বাংলা ম্যাচ থেকে হারিয়ে যায়নি। এটি ছিল তার রঞ্জি কেরিয়ারের ২৯ তম শতরান।
নিজের শতরান পূর্ন করার পর তিনি ক্যামেরার সামনে এনেছেন একটি বার্তা। বাংলার ক্রীড়ামন্ত্রী সেই বার্তাটি লিখেছেন তার স্ত্রীয়ের উদ্দেশ্যে যা এখন বেশ ভাইরাল। ওই আবেগঘন বার্তাটি তিনি লিখেছেন, “আমি তোমাকে ভালোবাসি সুস্মিতা” তারপরে একটি হৃদয়ের চিহ্নও আঁকা ছিল।
Manoj Tiwary shows a handmade note after scoring the century to appreciate his family. pic.twitter.com/Q51dSd5xkj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 16, 2022
মনোজের সাথে দুর্দান্ত ব্যাটিং করেছেন শাহবাজ আহমেদও। তার ১১৬ এবং মনোজের ১০২ রানের ইনিংসের ওপর ভর করে বাংলা ২৭৩ রান করে। তারা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই প্রভাব ফেলতে পারেননি। দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন আর মাত্র একজন। চতুর্থ ইনিংসে কুমার কার্তিকেয়দের বাংলার ব্যাটসম্যানরা কিভাবে ফেস করবেন তার ওপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ।
তবে বাংলার পক্ষে এই ম্যাচে ফেরা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের লিড পাওয়ার পর ভালো ব্যাটিং করছে মধ্যপ্রদেশও। দ্বিতীয় ইনিংসে হিমাংশু মন্ত্রীকে দ্রুত খোয়ালেও ১৪৭ রান বোর্ডে তুলে ফেলেছে তারা। লিড দাঁড়িয়েছে ২১৫ রানের। মধ্যপ্রদেশের হাতে রয়েছে এখনও ৮টি উইকেট। অলৌকিক কিছু না ঘটলে বাংলার ফাইনালে যাওয়া অসম্ভব।