‘অন্য কাজের চাপ বাড়লেও যেন উন্নয়ন না থামে’, নবান্ন থেকে কড়া বার্তা মুখ্যসচিবের

Published on:

Published on:

Manoj Pant warns no delay in govt projects
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR শুরু হওয়ায় রাজ্যের প্রশাসনের উপর কাজের চাপ বেড়েছে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও উন্নয়নমূলক প্রকল্প থমকে গেলে চলবে না। সম্প্রতি শনিবার নবান্নে জেলাশাসকদের বৈঠকে এমনটাই বার্তা দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)।

সরকারি প্রকল্প নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মনোজ পন্থ (Manoj Pant)

শনিবার নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। নির্বাচন কমিশনের নির্দেশে SIR শুরু হওয়ার পরই প্রশাসনের ব্যস্ততা বেড়েছে। অভিযোগ উঠছিল, এই বাড়তি কাজ সামলাতে গিয়ে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পে গতি কমতে পারে। এই পরিস্থিতিতেই স্পষ্ট নির্দেশ দেন মুখ্যসচিব। তিনি বলেন, অন্য কোনও কাজের অজুহাত দেখিয়ে সরকারি প্রকল্পে দেরি হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

নবান্ন সূত্রে জানা গেছে, বৈঠকে তিনি সরাসরি ‘SIR’ শব্দ ব্যবহার না করলেও তাঁর বক্তব্যেই বোঝা গিয়েছে, বাড়তি চাপের মধ্যেও উন্নয়ন কাজে কোনও শিথিলতা চলবে না। উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের ধারণা, নির্দেশটি মূলত SIR-এর অতিরিক্ত চাপকে মাথায় রেখেই দেওয়া হয়েছে।

সূত্রেরা আরও জানান, ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচিতে সাধারণ মানুষের যে সব দাবি জমা পড়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে নবান্নে (Nabanna)। পাশাপাশি রাজ্যের জনহিতকর ১৫টি প্রকল্প, যেমন ‘বাংলার বাড়ি’, ‘জলস্বপ্ন’, ‘পথশ্রী’ এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণদানের কাজ যাতে কোথাও আটকে না যায়, তা দেখার নির্দেশ দিয়েছেন মনোজ পন্থ (Manoj Pant)।

Manoj Pant warns no delay in govt projects

আরও পড়ুনঃ রেশনে কমতে চলেছে চালের পরিমাণ! পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

গ্রামীণ সড়ক প্রকল্প কোথাও থমকে রয়েছে কি না, উপভোক্তার তালিকা ঠিক মতো মানা হচ্ছে কি না, সে সবও খতিয়ে দেখতে বলেছেন তিনি (Manoj Pant)। প্রশাসনের একাংশের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে সরকারের মূল লক্ষ্য প্রশাসনিক পরিষেবায় কোনও বিঘ্ন না ঘটে। মুখ্যমন্ত্রীর বার্তাও একই। মুখ্যমন্ত্রীও বলেছেন, SIR-এর চাপ থাকলেও উন্নয়ন থামানো যাবে না।