বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুতে সিবিআই তদন্ত হওয়া উচিত, দাবি করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (manoj tiwari)। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারওর সঙ্গে পরিচয় না থাকলে একজন বাইরের মানুষের পক্ষে এই জগতে টিকে থাকা বেশ কঠিন। কিন্তু তা সত্ত্বেও এমন কি পরিস্থিতি তৈরি হল যার জন্য আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সুশান্ত, তা জানার জন্য সিবিআই তদন্ত জরুরি বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ।
সুশান্তের স্মৃতির উদ্দেশে এইদিন এক স্মরন সভার আয়োজন করা হয় তাঁর পাটনার বাড়িতে। সেই সভায় উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারিও। সেখানেই অভিনেতার মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি সুশান্তের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁদের মন শক্ত করার কথা বলেন বিজেপি সাংসদ।
https://www.instagram.com/p/CBumkeaBvGo/?igshid=mbplcvmbolro
এর আগে প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর পাটনার বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ (ravi shankar prasad)। অভিনেতার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। সেই সব ছবি প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিওগুলি পোস্ট করেন রবি শঙ্কর প্রসাদ। ভিডিওতে দেখা যায়, সুশান্তের পাটনার বাড়িতে তাঁর ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। সুশান্তের বাবা ও দিদির সঙ্গে কথাও বলেন তিনি।