নবান্ন অভিযানে নির্যাতিতার মা কি পুলিশের হাতে আহত? তদন্ত শুরু, একাধিক FIR বিজেপি নেতাদের বিরুদ্ধে

Published on:

Published on:

Manoj Verma Orders Probe into RG Kar Survivor’s Mother Assault Claim

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু বছর কেটে গেলেও এখনও সঠিক বিচার পায়নি নির্যাতিতার পরিবার। তাই গত ৯ ই আগস্ট অর্থাৎ শনিবার ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছিল নির্যাতিতার ‘বাবা-মা’। সেদিন দলীয় পতাকা ছাড়া বিজেপি নেতারাও যোগ দিয়েছিলেন নবান্ন অভিযানে। আর সেই ‘নবান্ন অভিযান’ ঘিরেই তীব্র উত্তেজনা ছড়াল রাজ্যে। অভিযানের মাঝেই নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁকে পুলিশের মারধরের শিকার হতে হয়েছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তেজনা পৌঁছেছে চরমে। এই নিয়ে পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma) আশ্বাস দিয়েছেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, শনিবার বিজেপির উদ্যোগে হলেও আনুষ্ঠানিকভাবে নির্যাতিতার বাবা-মায়ের ডাকা ‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা। ধর্মতলা থেকে মিছিল শুরু হয়ে জওহরলাল নেহরু রোড ধরে পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছিল। পথে বড় ব্যারিকেডে পুলিশ মিছিল আটকায়। সেই সময় সামনের সারিতে থাকা কয়েকজন ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এই বিশৃঙ্খলার মধ্যেই নির্যাতিতার মা অভিযোগ করেন, পুলিশ তাঁকে কপাল ও পিঠে আঘাত করেছে, এমনকি তাঁর শাঁখা-পলা ভেঙে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আঘাত গুরুতর এবং সিটি স্ক্যান ও এমআরআই করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, পুলিশের লাঠিচার্জে প্রায় ১০০ জন বিজেপি কর্মী আহত হয়েছেন।

বিষয়টি তদন্তাধীন, জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)

অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে শনিবারই অভিযোগ খারিজ করা হয়। রবিবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma) জানান, অভিযোগের বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ওনার অবশ্যই ইনজুরি হয়েছে, সেটি দুঃখজনক। তবে কেন এবং কীভাবে হল, তা তদন্তের পরই বলা যাবে।”

এদিকে, নবান্ন অভিযানে হাঙ্গামার অভিযোগে ৭টি FIR দায়ের করেছে কলকাতা পুলিশ। অভিযোগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা এবং নেতা কৌস্তভ বাগচীর নাম রয়েছে। লালবাজারের দাবি, অভিযানের সময় কর্তব্যরত পুলিশকর্মীদের বাধাদান ও হুমকি দেওয়া হয়েছিল এবং এই সময় ধাক্কাধাক্কিতে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manoj Verma Orders Probe into RG Kar Survivor’s Mother Assault Claim

আরও পড়ুনঃ মুছে যাবে বাম-কংগ্রেস, কত ভোট পাবে বিজেপি? ২৬ এর ভোট নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন কুণাল

আরজি করের নির্যাতিতার মায়ের ওপর পুলিশের মারধরের অভিযোগ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে বিজেপি অভিযোগ তুলছে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, অন্যদিকে পুলিশ কমিশনার (Manoj Verma) জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তবে এই ঘটনাটি ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়িয়ে দিল তা স্পষ্ট।