বাংলা হান্ট ডেস্ক: গত বছরের প্যারিস অলিম্পিকে নিজের নির্ভুল লক্ষ্যপূরণের মাধ্যমে সমগ্র দেশের মন জিতে নিয়েছিলেন মনু ভাকের (Manu Bhaker)। ভারতের এই তারকা শুটার ইতিহাস সৃষ্টি করেছেন এবং প্যারিস অলিম্পিকে দু’টি পদক জিতেছেন। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য নিয়েই জানা গিয়েছে যে এই কিংবদন্তি শুটারের দু’টি পদকই ফিরিয়ে নেওয়া হবে। যেটি মনু ভাকেরের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। হ্যাঁ, প্রথমে এই বিষয়টি পড়ে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।
ফিরিয়ে নেওয়া হচ্ছে মনু ভাকেরের (Manu Bhaker) দু’টি অলিম্পিক মেডেল:
আসলে, ভারতের এই তারকা শ্যুটারের (Manu Bhaker) ব্রোঞ্জ পদক দু’টির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এমতাবস্থায়, এখন এই পদকগুলি তৈরি করা ফরাসি সংস্থা মোনাই ডি প্যারিস মনুকে নতুন ব্র্যান্ড মেডেল দেবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মনু ভাকের পদকগুলির রং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্যারিস অলিম্পিকে পদক জেতার কয়েকদিন পরেই ওই পদকগুলির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।
একাধিক ক্রীড়াবিদ এই অভিযোগ জানিয়েছেন: এদিকে, শুধু মনু ভাকেরই (Manu Bhaker) নন, প্যারিস অলিম্পিকে জেতা পদক নিয়ে সারা বিশ্বের বহু ক্রীড়াবিদ অভিযোগ করেছিলেন। প্যারিস অলিম্পিকে পদকের খারাপ মানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খেলোয়াড়রা। এই অভিযোগের পর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলেছে যে ক্ষতিগ্রস্ত অলিম্পিক পদকগুলি আবার মোনাই ডি প্যারিসের দ্বারা মেরামত করা হবে এবং সেগুলিকে নতুন করে খেলোয়াড়দের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: AI ক্যামেরার নজর এড়িয়ে আর ঘটবেনা দুর্ঘটনা! যাত্রীদের সুরক্ষায় এবার বিরাট পদক্ষেপ রেলের
জানিয়ে রাখি যে, প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি মোনাই ডি প্যারিসকে পদক তৈরি করার চুক্তি দিয়েছিল। এটি একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। যা ফ্রান্সের জন্য মুদ্রা এবং অন্যান্য মুদ্রাও তৈরি করে। রিপোর্ট অনুসারে, এই সংস্থাটি আগামী সপ্তাহে ক্রীড়াবিদদের সমস্ত ক্ষতিগ্রস্ত পদক প্রতিস্থাপন করবে। জানিয়ে রাখি, ফরাসি কোম্পানি মোনাই ডি প্যারিস প্রতিটি পদকের জন্য আইফেল টাওয়ারের লোহার টুকরা ব্যবহার করেছিল। এই সংস্থাটি অলিম্পিক গেমসের জন্য ৫,০৮৪ টি সোনা, রুপো এবং ব্রোঞ্জ পদক তৈরি করেছিল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার সাথে “প্রতারণা” করেছেন সরফরাজ? BCCI-এর কাছে জানানো হল নালিশ
মনু ভাকেরের রেকর্ড: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মনু ভাকের (Manu Bhaker) মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রথম ব্রোঞ্জ জিতেছিলেন। এর পাশাপাশি তিনি ভারতের প্রথম মহিলা শ্যুটার যিনি অলিম্পিকে পদক জেতেন। এর পরে, মনু মিক্সড ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে সরবজোত সিংয়ের সাথে আরেকটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের স্বাধীনতার পর মনুই প্রথম ভারতীয় যিনি একটি অলিম্পিকে দু’টি পদক জিতেছেন।