আসানসোলে দল ছাড়লেন বহু বিজেপি কর্মী, তৃণমূলে যাওয়ার কারণ বাতলে দিলেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আয়োজিত ‘যোগদান মেলা’য় তৃণমূলে (tmc) যোগ দেন একাধিক বিজেপি (bjp) কর্মী সমর্থক। গেরুয়া দুর্গ হিসেবে পরিচিত আসানসোল (asansol) থেকেও দল ভাঙনের ইস্যুতে, দলবদলুদের কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

নির্বাচনের পর থেকে বেসুরোদের তালিকা যেন বেড়েই চলেছে। প্রতিদিনই কোন না কোন বিজেপি (bjp) নেতৃত্বের গলায় শোনা যাচ্ছে বেসুরো সুর। বিভিন্ন কারণ দেখিয়ে, নানা অজুহাতে দল ছাড়ার পরিকল্পনা করছেন বহু নেতৃত্ব। তার মধ্যে বাদ গেল না আসানসোলও (Asansol)। বড়সড় থাবা বসাল সবুজ শিবির।

tmc bjp fb 4

একুশের নির্বাচনে এই পরাজয়ের জন্য উচ্চপদস্থ নেতাদের দায়ি করে আসানসোলের জেলা সম্পাদক মদনমোহন চৌবে বলেছিলেন, ‘নির্বাচনে যাদের টিকিট দেওয়া হয়েছিল, তাঁদের বদলে অন্যদের টিকিট দিলে ভালো হত। শুধু এখানেই নয়, অনেক জায়গাতেই এমনটা দেখা গেছে। মনটা পুরো ভেঙে গেছে আমার। দল যে নিজের আদর্শ থেকে বেরিয়ে যাবে, দুর্নীতি করবে, তা ভাবতে পারিনি। আর কিছুদিন পরই জানতে পারবেন এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত রয়েছেন, বড় ছোট কেউই বাদ নেই। এখন দল করার কোন মানসিকতাই আর বেঁচে নেই’।

এরপরই দেখা যায় রবিবার আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজিত ‘যোগদান মেলা’য়, বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে নাম লেখান মদনমোহন চৌবে ও বিজেপির বহু কর্মী। এপ্রসঙ্গে দলবদলু কর্মীদের কটাক্ষ করে স্যোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ‘আসানসোলের তৃণমূলী নেতা-মন্ত্রীরা তোমাদের আশানরুপ এলাকায় ”সিন্ডিকেট-তোলাবাজির”সুযোগ করে দিয়ে তোমাদের ভালো রাখবে এই কামনা করি! (Pun absolutely intended)’।

Smita Hari

সম্পর্কিত খবর