বাতিল একাধিক ট্রেন, যাত্রাপথে কাটছাঁট একগুচ্ছ লোকালের, কর্মব্যস্ত দিনে ভোগান্তির আশঙ্কা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ থেকে ফের বাতিল লোকাল ট্রেন (Local Train)। শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজে ৫ নম্বর লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। তার জেরেই সোমবার বাতিল থাকছে বেশ কিছু লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি বদল হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সূচীও।

কোন কোন দিন ট্রেন (Local Train) বাতিল?

১২ ডিসেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ১১ টা ৪৫ থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৩ টে ৩০ পর্যন্ত শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজে ৫ নম্বর লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। কোন কোন ট্রেন বাতিল হয়েছে এর জেরে?

Many local train cancel from sealdah

কী কী ট্রেন বাতিল হয়েছে: জানা যাচ্ছে, ৩১৪৪৭ শিয়ালদহ থেকে নৈহাটিগামী লোকাল, ৩১৪৫০ নৈহাটি থেকে শিয়ালদহ গামী দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের (Local Train) যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ৩৩৮৫৮ বনগাঁ থেকে শিয়ালদহ গামী লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। অন্যদিকে ৩১৫৪২ শান্তিপুর থেকে শিয়ালদহ গামী লোকাল যাত্রা শেষ করবে ব্যারাকপুরে।

আরও পড়ুন : রাতের ট্রেনে শৌচাগারে লুকিয়ে বিপদ, একাকী তরুণীর সঙ্গে যা ঘটল… ভয় ধরাবে ভিডিও

সময়সূচীতে পরিবর্তন: পরদিন ১৬ ডিসেম্বর ৩১৫১১ শিয়ালদহ শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে। ৩৩৮১৫ শিয়ালদা বনগাঁ লোকাল শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে এদিন। ৫৩১৭১ লালাগোলা প্যাসেঞ্জার ভোর ৩ টে ৪৫ এর পরিবর্তে ৪ টে ১৫ তে ছাড়বে শিয়ালদহ থেকে।

আরও পড়ুন : সপ্তাহান্তে যাত্রীদের স্বস্তি! সকাল থেকে চলবে ব্লু–গ্রিন লাইনের মেট্রো, এক ঝলকে দেখুন সময়সূচি

জানা যাচ্ছে, শনি এবং রবিবার মিলিয়ে হাওড়া ডিভিশনে বাতিল হয়েছে মোট ২৯ টি লোকাল। শনিবার মোট চারটি লোকাল বাতিল থাকছে। রবিবার ২৫ টি লোকাল বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনের শেওড়াফুলি সেকশনের শেওড়াফুলি-দিয়ারা স্টেশনের মধ্যে ব্রিজের রক্ষণাবেক্ষণ করা হবে শনি ও রবিবার। তার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার কারণে শনি ও রবিবার মোট ২৯ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।