বাংলা হান্ট ডেস্কঃ করোনার মহামারীর মধ্যে অসমে (Assam) বেশ কয়েকটি জায়গায় ভূমিস্থলন (Landslide) হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহতও হয়েছেন অনেকে।
সংবাদ সংস্থা অনুযায়ী, দক্ষিণ অসমের বরাক উপত্যকায় প্রচুর বৃষ্টির ফলে করীমগঞ্জ, শিলচর আর হাইলাকান্ডিতে ভূমিস্থলন হয়। ভূমিস্থলনে হাইলাকান্ডিতে ৭ আর করীমগঞ্জ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগ দক্ষিণ অসমের তিনটি আদালা জেলার তিনটি আলাদা পরিবারের মানুষ।
মৃতদের মধ্যে আটটি বাচ্চাও আছে বলে জানা যাচ্ছে। আপাতত মৃতদেহ খোঁজার আর উদ্ধারকার্য চালানোর কাজ চলছে। আহতদের এনডিআরএফের টিম উদ্ধারকার্য চালাচ্ছে।
Assam: 7 dead following a landslide in Lakhipur area of Cachar district, earlier today. More details awaited. pic.twitter.com/XUVFIl4kmL
— ANI (@ANI) June 2, 2020
আরেকদিকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ল্যান্ডসাইডের ঘটনায় শোক জাহির করেছেন। উনি জেল প্রশাসন এবং এসডিআরএফ টিমকে উদ্ধারকার্যে দ্রুততা আনার নির্দেশ দিয়েছেন।
আপনাদের জানিয়ে দিই, অসমের কিছু অংশ বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। অনেক জেলায় বন্যাও হয়েছে। আর এই কারণে অনেক রাস্তা বন্ধ, সেই জন্য সবার সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। আর এই সমস্যার জন্য উদ্ধারকার্যে দেরি হচ্ছে।