করোনা ভাইরাসের ভুয়ো খবরের জেরে ইরানের প্রাণ গেল ৩০০ জনের

Published On:

করোনা ভাইরাসের প্রকোপে চীনের পর সবথেকে খারাপ পরিস্থিতিতে পড়ে চীন। আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক করার চেষ্টা করছে। আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। ভারোতেও এখন অবস্থা খুব একটা ভালো নয়। কারণ ভারতের এই মুহূর্তের করোনা আক্রান্ত সংখ্যা প্রায় ৬০০ এর কাছাকাছি।

ইরানের পরিস্থিতি খানিকটা ঠিক হওয়ার মাঝেই হঠাৎ গুজব রটে মদ খেলে নাকি করোনা দমানো যায়। আর করোনা সংক্রমণ হয়না। আর এরপরে অনেকেই প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করে।  আর না জেনেই এই ভুয়ো খবর ডেকে আনলো বড়ো বিপদ। মিথেনল বিষের সাথে নির্বিচারে মদ্যপান ইরানে এক হাজার মানুষকে অসুস্থ করে তুলেছে এবং ৩০০ জনের প্রাণহানি করেছে।  রাতারাতি এতো মৃত্যু কাল ডেকে এনেছে সবার মনে। দাবি করা হয়েছে যে এর কারণে প্রায় ৪৮০ জন মারা যেতে পারেন এবং ২৮৫০ এরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন।ইসলামী প্রজাতন্ত্রের ইরানে মদ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে

 

এই ঘটনার সাথে জড়িত সাতজন বুটলগারকে গ্রেপ্তার করা হয়েছিল।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।

কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে

সম্পর্কিত খবর

X