বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার পর থেকেই অশান্ত হয়েছে জম্মু কাশ্মীর। সময়ের সঙ্গে সঙ্গে পর্যটক ফিরতে শুরু করলেও এখনও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে ভারতীয় সেনার (Indian Army)। জঙ্গিদের খুঁজে খুঁজে চলছে নিধনযজ্ঞ। কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগাঁওয়ের জঙ্গলে রাতভর সেনা-জঙ্গি লড়াইয়ের পর চারজন জওয়ান গুরুতর আহত হন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যুও হয়েছে বলে জানা যাচ্ছে।
কাশ্মীরে ফের সেনা-জঙ্গি (Indian Army) সংঘর্ষ
এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অখল’। গত নয় দিন ধরেই ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা (Indian Army) এবং জম্মু কাশ্মীরের পুলিশ। গত ১ লা অগাস্ট থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রথম থেকেই এই অভিযানে সাফল্য পেয়েছে ভারতীয় সেনা (Indian Army)। অভিযানের শুরুর দিনেই তিন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছিজিতু-দিতিপ্রিয়।
চলছে অপারেশন অখল: পরবর্তী আট দিনে আরও বেশ কিছু জঙ্গি নিধন হয়েছে সেনা (Indian Army), পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনীর হাতে। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও থেকে ১২ কিমি দূরে রয়েছে ছোট্ট গ্রাম অখল। গোয়েন্দা সূত্রে এখানকার জঙ্গলেই জঙ্গিদের হদিশ পায় ভারতীয় সেনা (Indian Army)। সুনিশ্চিত তথ্য পেতেই শুরু হয় ‘অপারেশন অখল’। আর তাতেই সাফল্য।
আরও পড়ুন : সিরিয়ালের স্বার্থেই মানভঞ্জন? কাদা ছোড়াছুড়ি শেষে বিতর্কে ইতি টানলেন জিতু-দিতিপ্রিয়া
তল্লালি চালাচ্ছে সেনা: সেনার অনুমান, জঙ্গলের মধ্যে বেশ কিছু গুহাতেই আত্মগোপন করে রয়েছে জঙ্গিরা। ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। অভিযান শুরু হতেই সেনা (Indian Army), পুলিশদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ১০ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : ১৫ নাকি ১৬ ই অগাস্ট, কবে পড়েছে জন্মাষ্টমী তিথি? পুজোর সঠিক সময়টাও জেনে নিন
কিছুদিন আগেই চূড়ান্ত সফল ‘অপারেশন মহাদেব’ পরিচালনা করে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার তিন মাস পরেই ওই ঘটনায় জড়িত তিন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ সুলেমান ওরফে আসিফের। নিহত হয় জিব্রান এবং হামজা আফগানিও।