বাংলাহান্ট ডেস্ক : উৎসব শেষে বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। গোটা এক সপ্তাহ ধরে বন্ধ থাকছে একাধিক ট্রেন (Indian Railways)। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। মূলত রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত যার জেরে বড় ভোগান্তির সম্মুখীন হতে পারেন নিত্যযাত্রীরা।
এক সপ্তাহ ধরে বাতিল একগুচ্ছ ট্রেন (Indian Railways)
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন (Indian Railways) বাতিল হয়েছে। অনেক ট্রেনের সময়সূচীতেও বদল এসেছে। রেলের তরফে জানানো হয়েছে, ৬ অক্টোবর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রোলিং ব্লক রাখা হয়েছে। এ বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম জানান, রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য প্রযুক্তিগত কাজের কারণে এই ৭ দিন ৫ টি ট্রেন (Indian Railways) সম্পূর্ণ ভাবে বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল থাকছে: রেল সূত্রে জানা গিয়েছে, ৬, ৮, ১০, ১১ এবং ১২ অক্টোবর ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকছে। ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার (Indian Railways) বাতিল থাকবে ১২ অক্টোবর। ৬৮০৫৬ টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১১ অক্টোবর। ১০ এবং ১২ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৫৬ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার (Indian Railways)। ৬৮০৫৬ টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১১ অক্টোবর।
যাত্রাপথ সংক্ষিপ্ত হচ্ছে ট্রেনের: বেশ কিছু ট্রেনের যাত্রাপথ আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে। ৭ ও ১০ অক্টোবর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস (Indian Railways) গোমো স্টেশন থেকে যাত্রা শুরু এবং শেষ করবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে পরিষেবা বন্ধ থাকবে এই সময়। ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসেরও (Indian Railways) যাত্রাপথে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। ৭ ও ১০ অক্টোবর বোকারো স্টেশনে এই ট্রেনের সফর শুরু এবং শেষ হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে বন্ধ থাকবে পরিষেবা।
আরও পড়ুন : মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, চাকরির সংস্থান, উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা মমতার
আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার ৭ ও ১০ তারিখ আদ্রা স্টেশনে যাত্রা শুরু এবং শেষ করবে। এই সময় আদ্রা-পুরুলিয়া-আদ্রা বিভাগে বন্ধ থাকবে পরিষেবা। আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার ১১ অক্টোবর আদ্রা স্টেশনে যাত্রা শুরু করবে এবং শেষ করবে। আদ্রা-টাটা সেকশনে বন্ধ থাকছে পরিষেবা। হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস ৮ ও ১১ অক্টোবর হাঁটিয়া স্টেশন থেকে ২ ঘন্টা দেরি করে ছাড়বে। ১২ অক্টোবর বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার স্টেশন থেকে ৯০ মিনিট দেরিতে ছাড়বে। ধানবাদ ও বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ৬, ১০, ১১ ও ১২ অক্টোবর ধানবাদ থেকে ১ ঘন্টা দেরিতে যাত্রা শুরু করবে।