হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন! চরম বিপাকে যাত্রীরা, কখন স্বাভাবিক হবে যাত্রা?

বাংলা হান্ট ডেস্ক : রবিবারের বারবেলায় ট্রেন বাতিল নিয়ে জেরবার যাত্রীদের জীবন। যারমধ্যে রয়েছে মেন ও কর্ড উভয় শাখার ট্রেন রয়েছে। পাশাপাশি ব্যান্ডেল-নৈহাটি এবং কাটোয়া-আজিমগঞ্জ শাখার ট্রেনও বাতিল থাকছে এইদিন। রেলের (Indian Railways) তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওভারহেড তার, ট্র্যাক মেরামতি-সহ একাধিক কাজের জন‌্য ‘মেগা ব্লক’ (Mega Block) নিচ্ছে রেল। যে কারণে বন্ধ থাকছে একাধিক ট্রেন।

এরফলে চরম হয়রানির শিকার হয়েছেন অনেকেই। আসলে বাহানাগা দুর্ঘটনার পর মেরামতিতে গাফিলতি চলবে না বলে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আর তারপরেই শুরু হয়েছে মেগা ব্লকের সিদ্ধান্ত। যদিও কিছুদিন আগে পর্যন্ত শনি ও রবি এই দু’দিনই মেগা ব্লক চলত। তবে সমস্যা বৃদ্ধি পাওয়ায় পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী সিদ্ধান্ত নেন, শুধু রবিবারটিই ট্রেন বন্ধ রাখা হবে।

   

যেমন আজ বাতিল ট্রেনের মধ্যে রয়েছে, হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৩৩, ৩৭৯১৫, ৩৭৮২৭, ৩৭২৩৫, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১ পাশাপাশি বর্ধমানের দিক থেকেও ৩৬৮৪০, ৩৬৮৪২, ০৩৫১৭, ৩৭৮৩২, ৩৬৮৪৪ বন্ধ থাকছে। তারসাথে শিয়ালদহ থেকেও ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১ – এই তিনটি ট্রেন বাতিল থাকবে।

এদিকে ডানকুনি থেকে বাতিল ট্রেনের মধ্যে রয়েছে ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮। নৈহাটি থেকে বাতিল থাকছে ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭। ওদিকে মেমারি থেকে ৩৭৬৫২, চন্দনপুর থেকে ৩৬০৩৪ এবং আসানসোল থেকে ০৩৫৪৮ ট্রেন বাতিল। ওদিকে কাটোয়া থেকে ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৩৫, ০৩০৯৫, ০৩০৯৭ বাতিল থাকবে। আজিমগঞ্জ বন্ধ থাকছে ০৩০৯৬, ০৩০৯৮ এবং ০৩০৩৬ ট্রেনগুলি।

mumbai mega block for 72 hours 1644043008712 1644043008851

উল্লেখ্য, রবিবার হাওড়া থেকেও বেশকিছু ট্রেনের সময়সূচীতেও বদল আনা হয়েছে। জানিয়ে রাখি, মূলত ৩ ঘন্টার জন্য চলবে এই মেগা ব্লক। ওয়েলডিং ও চারটি লাইনের দু’টি লাইন বন্ধ রাখার মতো বড় কাজগুলি করা হয়। এছাড়াও রয়েছে, ‘করিডোর ব্লক’। এমন পরিস্থিতিতে মালগাড়ি চলাচল বিঘ্নিত হয় বেশি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর