‘অনেকেই চায় মোদী জি সরে যান, আর তারপর দেশটা তালিবানের হাতে চলে যাক’, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে সংবাদ শিরোনামের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে আফগানিস্তানের তালিবানরা (taliban)। যেভাবে অল্প সময়ে গোটা আফগানিস্তান দখল করেছে তালিবানরা, তা দেখে অনেকেই শিউরে উঠেছে। এবার সেই তালিবানদের উদাহরণ টেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে এক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)।

শুক্রবার ঘাটাল বিদ্যাসাগর ময়দানে গণেশ পুজোর উদ্বোধনে গিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পাশাপাশি বিরোধীদের আক্রমণ করতেও ছাড়লেন না। আর এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তুললেন তালিবানদের প্রসঙ্গ। সঙ্গে মোদী-বিরোধীদের দিলেন ‘ভারতের শত্রু’র তকমা।

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী বলেন, ‘আগে চীনের একটা বড় অংশ ছিল অখণ্ড ভারতের মধ্যে। কিন্তু এখন দেখুন, দেশ ছোট হতে হতে কোথায় চলে গেছে। তবে মোদী জি ভারতকে ধরে রাখার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন’।

সেইসঙ্গে মোদী-বিরোধীদের ‘ভারতের শত্রু’র তকমা দিয়ে বলেন, ‘আফগানিস্তান দখলের আশায়, মার্কিন সৈন্যদের চলে যাওয়ার অপেক্ষা করছিল তালিবানরা। তেমনই যারা ভারতের বুকে পাকিস্তানের পতাকা তুলতে চায়, দেশটাকে ধ্বংস করতে চায়, তারা মোদী জির সরে যাওয়ার অপেক্ষা করছে। আর তখনই দেশটা আর একটা তালিবানের হাতে চলে যাবে’।

এদিনের সভায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, ‘এখন আমি সনাতন ব্রাহ্মণ বাড়ির সন্তান নই, অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র নই, বর্তমানে আমার পরিচয় বিরোধী দলনেতা। তাই ছেলেদের দল আমাকে ডাকতে গেলে, তাঁদের সাহস লাগে। দ্য পিপল, বাই দা পিপল, অফ দ্য পিপলের বদলে এখানে চলে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি’।

গণেশ পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে সনাতন হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, ‘পুজো পাঠ বেশি হলে, আমার নাস্তিক থেকে আর বেশি করে সাত্ত্বিক হব, জয়যুদ্ধ শুরু করব’।

X