২৬-এর বেশি ‘নাশকতার মাস্টারমাইন্ড’, এনকাউন্টারে খতম শীর্ষ মাও-নেতা মাদভি হিদমা!

Published on:

Published on:

Maoist Encounter Top Leader Madvi Hidma Killed
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বছরের পর বছর জঙ্গলমহলে ত্রাসের আরেক নাম ছিল মাদভি হিদমা। মাওবাদী আন্দোলনের অন্যতম ভয়ংকর মুখ এই নেতা নিরাপত্তাবাহিনী ও সাধারণ নাগরিকদের উপর পরপর নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত ছিল। অবশেষে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এই কুখ্যাত মাওবাদীর (Maoist Encounter)। দীর্ঘদিনের লড়াই শেষ হয়ে এ যেন এক বড় স্বস্তি মিলল নিরাপত্তা বাহিনীর।

এনকাউন্টারের (Maoist Encounter) মৃত্যু মাওবাদী নেতার

মাওবাদী-মুক্ত ভারতের লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর বহুদিন ধরেই তৎপর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিনী জঙ্গলে অভিযান চালায় এবং সেখানেই মুখোমুখি সংঘর্ষে গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা-র (Maoist Encounter)। বহুদিন ধরেই নিরাপত্তাবাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল এই নামটি।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, হিদমা ছিলেন অন্তত ২৬টির বেশি নাশকতার ঘটনার মূল চক্রী। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়-সহ একাধিক রাজ্যে নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের উপর হামলা সংগঠিত করার পিছনে ছিল তাঁরই পরিকল্পনা। মাওবাদীদের দক্ষিণ বস্তার ডিভিশনের অন্যতম শীর্ষ কমান্ডার হিসেবেও পরিচিত ছিল হিদমা।

দীর্ঘ সময় ধরে তার গতিবিধি নজরে রাখছিল বিভিন্ন রাজ্যের যৌথ নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত শনিবার সকালে জঙ্গলে সংঘর্ষ বাঁধলে নিরাপত্তাবাহিনী পাল্টা অভিযানে নামে। গুলির লড়াই চলার কিছুক্ষণ পরেই মাটিতে লুটিয়ে পড়ে হিদমা (Maoist Encounter)। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।

Maoist Encounter Top Leader Madvi Hidma Killed

আরও পড়ুনঃ ১৫ বছর ধরে বেতন নেই বৃদ্ধি! কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে সুপারভাইজাররা

নিরাপত্তাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, হিদমার মৃত্যু (Maoist Encounter) মাওবাদী নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা। একই সঙ্গে বিভিন্ন রাজ্যে নাশকতার হুমকি উল্লেখযোগ্য ভাবে কমবে বলে আশা করছে প্রশাসন। বহু বছরের ত্রাসের অবসান ঘটিয়ে এই এনকাউন্টারকে বড় জয় বলে মনে করছে কেন্দ্র ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা।