ফের মাওবাদীদের নিশানায় সেনাবাহিনীর বাস, IED বিস্ফোরণে নিহত ৩ জাওয়ান

বাংলাহান্ট ডেস্কঃ  সেনাবাহিনীর বাস লক্ষ মাওবাদীদের আইইডি বিস্ফোরণ ( IED Blast )। ছত্তিশগড়ের  ( Chhattisgarh ) নারায়ণপুর জেলায় মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই ৩ সেনা জাওয়ানের নিহত ( Killed 3 Security Personnel ) হওয়ার খবর মিলেছে। গুরতর আহত কমপক্ষে ২০ বলেও জানা যাচ্ছে।

খবর অনুযায়ী, সেনাবাহিনীর একটি বাস লক্ষ করে মাওবাদীরা ( Maoists ) এই বিষ্ফোরণ ঘটায় ছত্তিশগড়ের কাদেনার ও কানহারগাঁও এলাকার মধ্যে। ওই বাসে ২৭ জন সেনাবাহিনীর ডিআরজি ( DRG ) জাওয়ান ছিলেন বলে জানা গেছে।

Breaking news live updates: Three jawans killed in IED blast by Naxals in Chhattisgarh - The Times of India

ইতিমধ্যেই বিষ্ফোরণের ঘটনাস্থলের আশেপাশের গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ছত্তিশগড়ের ডিএম এনিয়ে জানান, ” তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হতাহাতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে গভীর জঙ্গলে মধ্যে এই বিস্ফোরণ ঘটানোর ফলে বিশদে তথ্য এখনও অবধি জানা যায়নি।’


সম্পর্কিত খবর