বাংলাহান্ট ডেস্কঃ সেনাবাহিনীর বাস লক্ষ মাওবাদীদের আইইডি বিস্ফোরণ ( IED Blast )। ছত্তিশগড়ের ( Chhattisgarh ) নারায়ণপুর জেলায় মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই ৩ সেনা জাওয়ানের নিহত ( Killed 3 Security Personnel ) হওয়ার খবর মিলেছে। গুরতর আহত কমপক্ষে ২০ বলেও জানা যাচ্ছে।
খবর অনুযায়ী, সেনাবাহিনীর একটি বাস লক্ষ করে মাওবাদীরা ( Maoists ) এই বিষ্ফোরণ ঘটায় ছত্তিশগড়ের কাদেনার ও কানহারগাঁও এলাকার মধ্যে। ওই বাসে ২৭ জন সেনাবাহিনীর ডিআরজি ( DRG ) জাওয়ান ছিলেন বলে জানা গেছে।
ইতিমধ্যেই বিষ্ফোরণের ঘটনাস্থলের আশেপাশের গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ছত্তিশগড়ের ডিএম এনিয়ে জানান, ” তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হতাহাতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে গভীর জঙ্গলে মধ্যে এই বিস্ফোরণ ঘটানোর ফলে বিশদে তথ্য এখনও অবধি জানা যায়নি।’
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়