বাংলা হান্ট ডেস্ক : ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির কারণে পুলিশী জালে আটকা পড়েছেন মুসলিম ধর্মীয় নেতা মাওলানা মুফতি সালমান আজহারি (Maolana Mufti Salman Azhari)। গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS) এই পদক্ষেপ নিয়েছেন। সূত্রের খবর, মাওলানা মুফতি সালমান আজহারিকে এখন ঘাটকোপার এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেফতারির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে খবর।
পুলিশি সূত্রে খবর, বর্তমানে মাওলানা মুফতিকে রাখা হয়েছে ঘাটকোপার থানায়। তার বিরুদ্ধে 153A, 505, 188 এবং 114 ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর। এদিকে মাওলানা মুফতিকে পুলিশি হেফাজতে নিতেই তার অনুগামীরা রাস্তায় নেমেছেন বলে খবর। এদিকে পুলিশও মাওলানাকে নিয়ে মুম্বাই পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সূত্রের খবর, গত বুধবার গুজরাটে আয়োজিত এক অনুষ্ঠানে নানাবিধ বিদ্বেষমূলক বক্তব্য রেখেছিলেন মাওলানা। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় এবং নেটিজনদের মধ্যে ফের একবার বিদ্বেষ ছড়ানো হয়। এরপরেই মাওলান মুফতি সহ অনুষ্ঠানের স্থানীয় সংগঠক মহম্মদ ইউসুফ মালিক এবং আজিম হাবিব ওদেদরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ TMC ছাত্র নেতার বিরুদ্ধে, উল্টে নির্যাতিতাই পেলেন কড়া শাস্তি
গুজরাট পুলিশও সঙ্গে সঙ্গে মাওলানা মুফতীকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, মূলত ধর্মীয় বিদ্বেষ দূর করার জন্য এবং সামাজিক সচেতনতা ছড়ানোর জন্য এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি নিয়েছিল আয়োজকরা। অথচ অনুষ্ঠান শুরু হওয়ার পর দেখা যায় অন্য চিত্র। তিনি ধর্মীয় বিভাজন দূর করার বদলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তারপরেই এফআইআর জমা পড়ে গুজরাট পুলিশের কাছে।