বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছর নভেম্বর মাসে হঠাৎ করেই মৃত্যু ঘটে ক্রিকেটের মহারাজ তথা কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো মারাদোনার। মারাদোনার মৃত্যুর পরে একে অপরের দিকে আঙ্গুল তুলতে শুরু করে অনেকেই। তখনই মারাদোনার মৃত্যুর আসল কারণ জানার জন্য তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়।
মারাদোনার মৃত্যুর তদন্ত ভার তুলে দেওয়া হয় একটি তদন্তকারী সংস্থার হাতে। তারা বিশেষ দল তৈরি করে কিংবদন্তি ফুটবলার মারাদোনার মৃত্যুর রহস্য ভেদ করার চেষ্টা করেন। অবশেষে তারা মারাদোনার মৃত্যুর তদন্ত করার পর একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে মারাদোনার মৃত্যুর জন্য দায়ী তার চিকিৎসকেরা। চিকিৎসকদের গাফিলতি এবং ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে কিংবদন্তি মারাদোনার।
তদন্তকারী দল আরও দাবি করেছে। তাদের দাবি, ” 25 শে নভেম্বর মৃত্যুর 12 ঘণ্টা আগে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মারাদোনা। সেই সময় তিনি ইশারা এবং ইঙ্গিত করে কিছু বলার চেষ্টা করেছিলেন। কিন্তু মারাদোনার রুমে কেউ না থাকায় তা দেখতে পাওয়া যায় নি। যার ফলস্বরূপ অকালে প্রাণ হারালেন মারাদোনা।” অর্থাৎ মারাদোনার দায়িত্বে থাকা চিকিৎসক দল যে ”অনুপযুক্ত, কমজোরি এবং বেপরোয়া” ছিল সেটাই প্রমান করে দিল তদন্তকারী দল।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা