কবে নিয়ন্ত্রণে আসবে করোনা, আর কবে আসবে তৃতীয় ঢেউ! জানাল বিশেষজ্ঞরা

বাংলা হান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামির সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে দেশ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। শুধু তাই নয় মৃত্যুর সংখ্যা কয়েক হাজার। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন দেশের প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও সংক্রমিত সংখ্যা ফের একবার চিন্তা বাড়ালো কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। অন্যদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। করা লকডাউনের জেরে শেষ কয়েক দিনে এই সংখ্যা কিছুটা কমলেও ফের একবার বাড়ল সংক্রমিত সংখ্যা। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনালো কেন্দ্র সরকারের সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট দ্বারা নির্মিত একটি তিন সদস্যের প্যানেল।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে জুলাইতেঃ

কেন্দ্র সরকারের সায়েন্স এবং টেকনোলজি ডিপার্টমেন্ট দ্বারা নির্মিত এই তিন সদস্যের প্যানেল জানিয়েছে, আগামী জুলাই মাসের মধ্যেই ভারতে নিয়ন্ত্রণে আসবে করোনা সংক্রমিত সংখ্যা। গাণিতিক মডেলের মাধ্যমে এই প্যানেলের অনুমান, চলতি মাসের শেষ অবধি নতুন সংক্রমিতের সংখ্যা দাঁড়াতে পারে আড়াই লক্ষে। তবে জুন মাসের শেষ অবধি তা নেমে আসবে মাত্র কুড়ি হাজারে। অন্যদিকে করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে ভারতের সময় লাগতে পারে প্রায় এ বছরের জুলাই মাস অবধি।

পশ্চিমবঙ্গে এখনো আসেনি দ্বিতীয় ঢেউয়ের পিকঃ

পশ্চিমবঙ্গ এখনো সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের চূড়ায় পৌঁছায়নি। প্যানেল সদস্য তথা আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, তামিলনাড়ুতে করোনা সংক্রমণে নেই দ্বিতীয় ঢেউ শিখরে পৌঁছাবে ২৯-৩১ মে। অন্যদিকে পুদুচেরিতে করোনা সংক্রমনের পিক দেখা যেতে পারে ১৯ থেকে ২০ মে। তবে ইতিমধ্যেই মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, কেরল, সিকিম, উত্তরাখণ্ড, গুজরাট, হরিয়ানা, দিল্লি এবং গোয়া করণা সংক্রমণে শিখরে পৌঁছে গিয়েছে। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো আসেনি পিক। তাই সংক্রমিতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। তবে গাণিতিক মডেলের মাধ্যমে বিশেষজ্ঞরা জানিয়েছেন, একবার চূড়ায় পৌঁছানোর পর থেকেই কমতে শুরু করবে সংক্রমিত সংখ্যা। ইতিমধ্যেই অনেকেই করোনার ভ্যাকসিন পেতে শুরু করেছেন। আগামী দিনে তার প্রভাবও দেখা যাবে সংক্রমিতের সংখ্যায়।

মডেল অনুসারে কবে আসছে তৃতীয় ঢেউঃ

ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে যথেষ্ট জর্জরিত দেশ। অন্যদিকে শোনা যাচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের কথাও৷ এরই মধ্যে তৃতীয় ঢেউ আসার আশঙ্কায় সকলকে সতর্ক করলেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট নির্মিত এই তিন সদস্যের প্যানেল। তাদের মতে, জুলাই মাসে ভারতের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও ছয় থেকে আট মাস পর ফের আসতে পারে তৃতীয় ঢেউ। তবে একইসঙ্গে দেশকে আশ্বস্ত করে প্যানেল জানিয়েছে, আগামী অক্টোবরের আগে তৃতীয় তরঙ্গ দেশে আসছে না। এই সময়ের মধ্যে ভ্যাক্সিনেটেড হবেন অনেকেই। তার ফলে তৃতীয় তরঙ্গে দ্বিতীয় তরঙ্গের মতো এতোখানি ক্ষতিসাধন নাও হতে পারে বলেই আশা গবেষকদের।

যদিও এ বিষয়ে সর্বদা সচেতন থাকাই একমাত্র উপায়। মনে রাখতে হবে, গবেষকদের মতে তৃতীয় তরঙ্গ অনেক বেশি ক্ষতিকর হতে চলেছে শিশুদের জন্য। শিশুদের ভ্যাকসিনের ক্ষেত্রে এই মুহূর্তে কোভ্যাকসিন পরীক্ষা চালালেও তারা এখনো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় অতিক্রম করতে পারেনি। তাই এক্ষেত্রে সচেতনতাই একমাত্র উপায়।.

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর