ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল সতর্কতা জারি, কখন শুরু? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আজ থেকেই ফের রাজ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হল বাংলায় জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টি সবকিছুই আগামী কয়েকদিন বা আগামী কয়েক ঘণ্টার মধ্যে সবকিছুই দেখবে বঙ্গবাসী। ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তোলপাড় চলবে। ঠিক এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।

আবহাওয়ার আপডেট অনুযায়ী, শনিবার এবং রবিবার রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তবে নতুন সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই বেশ কিছু জেলায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা সোমবার। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর পশ্চিম ভারতে একটি অত্যন্ত শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে, এর জেরেই দেশের আবহাওয়ার আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, সোমবার থেকেই ফের ঝড়-বৃষ্টি হতে পারে রাজ্যের জেলায়-জেলায়।

ওদিকে আইএমডি ওয়েদার আপডেটে জানিয়েছে, ফের ভারতের ওপর একাধিক অ্যাকটিভ ওয়েদার চ্যানেল রয়েছে৷ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত এবং ২ টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে৷ এর জেরেই দুর্যোগের সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। তাই আগেভাগেই সতর্কতা জারি করা হয়েছে।

weather f

আরও পড়ুন: ‘কয়লা-কেলেঙ্কারির সাথে যুক্ত…’, পদ ছাড়তেই কোন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি তুললেন কুণাল?

রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। পাশাপাশি, আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে না। পরদিন সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর