বাংলা হান্ট ডেস্ক: হাতে মাত্র দুদিন। তারপরই ফের ভোল বদলাবে আবহাওয়া। ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা বাংলায় জেলায় জেলায়। মার্চের শুরুতেই ফের ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে রাজ্য। উত্তর থেকে দক্ষিণ, ভিজবে দুই বঙ্গই। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। চলতি সপ্তাহে কোথায় কোথায় তাণ্ডব? বিপদে পড়ার আগে জানুন আবহাওয়ার আগাম আপডেট।
আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, রবিবার থেকেই ফের ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। ওদিকে, আইএমডি ওয়েদার আপডেটে জানিয়েছে, ফের ভারতের ওপর একাধিক অ্যাকটিভ ওয়েদার চ্যানেল রয়েছে৷ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত এবং ২ টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে৷ এর জেরেই বদলে যাবে আবহাওয়ার মুড।
আবহাওয়ার আপডেট অনুযায়ী, আগামী সাতদিনে বিরাট ঝোড়ো হাওয়া হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে৷ আগামীকাল থেকেই শুরু হবে তাণ্ডব। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রাজ্যের বেশ কিছু জেলায়। বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার থেকে ফের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: রাজনৈতিক পরিচয় মোছার পর এবার ইস্তফা! মমতাকে জানিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন কুণাল
আপাতত তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উল্টে উর্দ্ধমুখী হবে পারদ। আজ থেকেই দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টিও চলবে।
উত্তরবঙ্গের আবহাওয়া: মার্চের প্রথম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস উত্তরেও। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।