বাংলা হান্ট ডেস্কঃ পুজো (Durga Puja 2025) মানে শুধু প্যান্ডেল হপিং নয়, সঙ্গে থাকে ভুরিভোজও। কিন্তু এ বছর সপ্তমীর দিন কলকাতা থেকে শহরতলি, সব বাজার ঘুরে দেখা গেল, উৎসবের আমেজের মধ্যেই সাধারণ মানুষের পকেটে পড়ছে বাড়তি চাপ। আলু ও পেঁয়াজের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, প্রায় সব ধরনের সবজি, মাছ ও মাংসের দাম আকাশছোঁয়া।
পুজোয় (Durga Puja 2025) সবজির দামের তালিকা দেখে চোখ কপালে উঠেছে ক্রেতাদের
কলকাতার কোল মার্কেট, মানিকতলা কিংবা সল্টলেক, সব জায়গাতেই একই ছবি। আজকে আলু কেজি ২০-২৫ টাকা, পেঁয়াজ ২৫ টাকা। তবে অন্য সবজির দামের তালিকা দেখে চোখ কপালে উঠছে ক্রেতাদের। উচ্ছে ৫০ টাকা কেজি, ফুলকপি একেকটা ৩০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা কেজি। বেগুনের দাম ছুঁয়েছে ৮০ টাকা কেজি। ঢেঁড়সের কেজি ১২০ টাকা, ঝিঙে ৭০ টাকা, সাধারণ পটল ৬০ টাকা, আর মাচার পটল ৮০-১০০ টাকা কেজি। লঙ্কা ১০০ গ্রাম ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাংস ও মাছের দামে আরও চমক। এক কেজির বেশি ওজনের ইলিশ বাজারে মিলছে ১২০০ টাকায়, ৮০০ গ্রামের ইলিশ ৯০০ টাকা, আর ছোট ইলিশ কেজিপ্রতি ৫০০-৭০০ টাকা। কাতলা ৩৫০ টাকা, রুই ২৫০ টাকা, মাঝারি চিংড়ি ৪০০-৪৫০ টাকা। টেংরা মাছ সাইজভেদে ৫০০-৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মুরগির মাংসের দাম ২৪০ টাকা কেজি, খাসি মাংস ৮৫০ টাকা। এমনকি ডিমও ৬.৫০ থেকে ৭ টাকা প্রতিটি দরে বিক্রি হচ্ছে।
এই অবস্থায় সাধারণ মানুষ দিশেহারা হলেও, প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সপ্তমীর (Durga Puja 2025) সকালে বাজার ঘুরে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, “উৎসবের কারণে সবজির দাম একটু বাড়বেই। তবে এটা প্রতি বছরই হয়। আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, ধনেপাতার মতো জিনিস এখনও সাধ্যের মধ্যেই রয়েছে। আর পুজো কেটে গেলেই বাজার ফের স্বাভাবিক হবে।”
প্রশাসন ইতিমধ্যেই সক্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠক হয়েছে। নেতৃত্বে ছিলেন গুরুত্বপূর্ণ সচিব ওমকার সিং মীনা। সেখানে স্পষ্ট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুজোর (Durga Puja 2025) দিনগুলিতে কোনওভাবেই সবজি বা দুধবাহী ট্রাক আটকানো যাবে না। কারণ বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে সবজির গাড়ি এই সময় শহরে ঢোকে। সরবরাহে কোনও সমস্যা তৈরি হলে দাম আরও বেড়ে যেতে পারে। তাই এই নিয়ে পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে উৎসবের আনন্দে বাজারদর সাধারণের পকেটে ভালই চাপ বাড়িয়েছে।