বিয়ের পিঁড়িতে একই সঙ্গে তিন মিঠাই! মোদক পরিবারের নতুন টুইস্ট দেখে হাঁ দর্শকেরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর বিয়ে লেগেই রয়েছে মনোহরাতে। প্রথমে মিঠাই (mithai) সিদ্ধার্থর আচমকা বিয়ে, তারপ‍র শ্রী রাতুলের আচমকা বিয়ে। আর এবারে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মিঠাই। পাত্র সেই একই আছে অবশ‍্য, তবে এবারে আর আচমকা নয়। বরং আগে থেকে ভেবেচিন্তে পরিকল্পনা করেই মিঠাইকে প্রোপোজ করছে সিড।

তবে বিয়ের পিঁড়িতে কিন্তু একজন মিঠাই বসছে না। একই সঙ্গে সঙ্গে তিন তিনজন মিঠাইয়ের সঙ্গে বিয়ে হচ্ছে সিদ্ধার্থর! কি চমকে গেলেন তো? আসলে এখানে একটা টুইস্ট আছে। তিনজনই বিয়ের পিঁড়িতে বসছে ঠিকই তবে তাঁদের নাম আর মানুষটাই যা আলাদা। হ‍্যাঁ, সঙ্গে কথা বলার ভাষাটাও আলাদা।


ব‍্যাপারটা বুঝিয়েই বলা যাক। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল বাংলার মিঠাইয়ের পাশাপাশি আরো দুটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিয়াল। তামিলে ‘নিনাইথালে ইলিক্কুম’ এবং ওড়িয়াতে ‘ঝিল্লি’। মিঠায়ের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই জি এর তরফ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তামিল রিমেকে সিদ্ধার্থর চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা আনন্দ সেলভম। ‘আয়ুথা এজহুথু’, ‘উড়িয়ে ২’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আর তাঁর বিপরীতে মিঠাইয়ের চরিত্রে রয়েছেন স্বাতী শর্মা। অপরদিকে ওড়িয়া রিমেকে মিঠাইয়ের ভূমিকায় রয়েছেন নিকিতা মিশ্র এবং সিড হয়েছেন অমর ছিনচানি। কিছুদিন হল শুরু হয়েছে দুটি সিরিয়াল।

এবার দুই রিমেক সিরিয়ালেই দেখানো হবে মিঠাই ও সিডের প্রথম বিয়ের এপিসোড। বাংলা মিঠাইয়ের মতোই গল্পের ট্র‍্যাক চলছে রিমেক সিরিয়াল দুটিতেও। এদিকে বাংলাতে দেখানো হচ্ছে দাদাইয়ের কথা রাখতে মিঠাইকে প্রোপোজ করে সিড। হাঁটুগেড়ে বসে প্রশ্ন করে, ‘উইল ইউ ম‍্যারি মি মিঠাই?’ এদিকে প্রথমে কিছুটা দোনোমোনা করলেও পরে রাজি হয় মিঠাইও।

সম্পর্কিত খবর

X