প্রাপ্ত বয়স্ক পুরুষদের দুটো বিয়ে করতেই হবে, নাহলেই হবে যাবজ্জীবন কারাদন্ড….এমনটাই নির্দেশ দিল সরকার

বাংলা হান্ট ডেস্ক : একটাতেই হবেনা ইচ্ছে না থাকলেও করতে হবে দুটো বিয়ে। আফ্রিকার ছোট্ট দেশ এরিত্রিয়াতে এমনটাই নির্দেশ জারি করল ওখানকার সরকার। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক প্রতিটি পুরুষকেই দুটো বিয়ে করতে হবে তা নাহলে তারা আইনের প্রোকোপে পড়বেন।

গ্রান্ড মুফতি, আরবের প্রত্যেকটা দেশের মতো আফ্রিকার একমাত্র দেশ এরিত্রিয়া যেখানে এই দুটো বিয়ের নির্দেশ জারি করলো।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, ওই দেশের পুরুষ সংখ্যা ক্রমশ সংখ্যালঘু অর্থাৎ লুপ্ত হয়ে যাচ্ছে। তার একটি বড় কারণ হল দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধ। এর ফলে অসংখ্য পুরুষ হারিয়েছে এরিত্রিয়া। তাই দেশের ভবিষ্যত ও সুরক্ষার কথা কথা মাথায় রেখেই এই আইন প্রণয়ন করা হয়েছে।

প্রসঙ্গত, সমীক্ষা অনুযায়ী এরিত্রিয়ার জনসংখ্যা প্রায় ৬৪ লক্ষ্যেরও কম। ঠিক এর সাথেই এর এক দিকে রয়েছে যেমন জিবুতি ও আর একদিকে লোহিতসাগর।

644fa screenshot 20190512 152728তেমনি অন্যদিকে রয়েছে সুদান আর ইথিওপিয়া। ১৯৯৩ সালে এই এরিত্রিয়া ইথিওপিয়ার থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে।

সম্পর্কিত খবর