বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে রেশনকার্ড ব্যবহারকারীদের সংখ্যা বর্তমানে ক্রমশ বাড়ছে। মূলত, রাজ্য সরকারগুলির তরফে জনগণের উদ্দেশ্যে রেশন কার্ড জারি করা হয়। আর এই কার্ডের সাহায্যেই সরকার স্বল্পমূল্যে সাধারণ মানুষকে খাদ্যশস্য সরবরাহ করে। শুধু তাই নয়, এই কার্ডের দৌলতে বাজার মূল্যের চেয়ে কম দামে ভর্তুকিযুক্ত খাদ্যশস্যও পাওয়া যায়। তাই, স্বাভাবিকভাবেই রেশন কার্ড দরিদ্র মানুষদের অনেক সাহায্য করে। তবে অনেক সময় ছোটখাটো ভুলের কারণে সাধারণ মানুষ রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে রেশন কার্ডে প্রয়োজনীয় আপডেট করা দরকার।
করে নিন এই আপডেট: অনেক সময় এমন হয় যে, বাড়িতে কোনো বৈবাহিক অনুষ্ঠানের পর নববধূর নাম রেশন কার্ডে যুক্ত করতে দেরি হয়ে যায়। যার কারণে সংশ্লিষ্ট পরিবার তাঁর রেশনটি থেকে বঞ্চিত থাকেন। এমন পরিস্থিতিতে, বাড়ির নতুন সদস্যের নামও যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডে যুক্ত করা দরকার।
দিতে হবে নথি: রেশন কার্ডে বাড়ির নববধূর নাম যুক্ত করার পর তাঁর ভাগের রেশনও আদায় করা সম্ভব। এই পরিস্থিতিতে, বিবাহিতদের যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডে এই আপডেট করা উচিত। রেশন কার্ডে সদস্যের নাম যোগ করতে, প্রয়োজনীয় কিছু নথিও সরবরাহ করতে হবে।
এই কাজটি করাও প্রয়োজন: এছাড়াও, নববধূর নামটি তাঁর আগের বাড়ির রেশন কার্ড থেকে সরিয়ে নিতে হবে এবং তারপর একটি শংসাপত্র জমা দিতে হবে। এছাড়াও, নতুন পরিবারে ওই বধূর নাম সংযুক্ত করতে বিবাহের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও জমা করতে হবে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার