চোট সারিয়ে দলে ফিরছেন ভারতের অন্যতম বড় শত্রু, চিন্তা বাড়লো বিরাট বাহিনীর

বাংলা হান্ট ডেস্কঃ গত রবিবার দুবাইতেই পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। ১০ উইকেটে এই লজ্জাজনক পরাজয় এর ফলে এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী যাত্রা অনেকখানি কঠিন হয়ে গিয়েছে ভারতীয় দলের জন্য। বিশেষত আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন যুদ্ধ রয়েছে বিরাটদের। আজও যদি ফের একবার পরাজয়ের সম্মুখীন হয় টিম ইন্ডিয়া, তাহলে বিশ্বকাপের টিকে থাকার আশাও শেষ হয়ে যেতে পারে বিরাট বাহিনীর।

বিশেষত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ডও যথেষ্ট খারাপ। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুবারই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। ২০০৭ এবং ২০১৬ সালের এই দুই সম্মুখ সমরে দুবারই পর্যুদস্ত হতে হয়েছিল ভারতকে। তাই আজ অবশ্যই রেকর্ড বদলাতে চাইবেন বিরাট কোহলি। একদিকে যেমন লকি ফার্গুসন চোটের কারণে বাইরে থাকায় কিছুটা সুবিধা হতে পারে বিরাট বাহিনীর, তেমনি আবার অন্যদিকে একটি খারাপ খবর রয়েছে তাদের জন্য।

জানা গিয়েছে, চোট সারিয়ে তোলে কামব্যাক করছেন ভারতের অন্যতম বড় শত্রু তারা বিস্ফোরক ব্যাটম্যান মার্টিন গাপটিল। এই ওপেনার একা হাতে একাধিকবার ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বাঁ পায়ের আঙুলে চোট পান গাপটিল। যার ফলে একাদশের বাইরে ছিলেন তিনি, কিন্তু জানা গিয়েছে চোট সারিয়ে এখন পুরোপুরি দলে ফিরতে প্রস্তুত এই বিস্ফোরক ব্যাটসম্যান।

images 2021 10 31T134508.977

কোচ গ্যারি স্টেড নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গাপটিল গতকাল প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি আজ রাতে আবার প্রশিক্ষণ নিচ্ছেন, তাই এটি দেখে ভালো লাগছে যে তিনি উপলব্ধ এবং নির্বাচনের জন্য প্রস্তুত।” অন্যদিকে ভারতের ক্ষেত্রেও সুখবর হল চোট সেরেছে হার্দিক পান্ডিয়ারও। ভারতের অনুশীলন পর্বে বল করতেও দেখা গেছে তাকে। তাই বিরাট অবশ্যই চাইবেন আজ এই মরণ-বাঁচন ম্যাচে নিজের সেরাটা উপহার দিন হার্দিক।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর