বাংলাহান্ট ডেস্ক : আমাদের অনেকেরই স্বপ্ন থাকে চার চাকা গাড়ি কেনার। তবে অনেক সময় আমরা বুঝতে পারি না কোন গাড়িটি আমাদের জন্য উপযুক্ত হবে। যদি আপনি নতুন গাড়ি কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার্স নিয়ে মারুতি কোম্পানি নতুন গাড়ি লঞ্চ করেছে।
গাড়ি প্রেমীদের জন্য মাঝেমধ্যেই নতুন নতুন মডেল এনে হাজির হয় মারুতি। দীর্ঘদিন ধরে গাড়ি প্রস্তুতকারী এই সংস্থা মানুষের আস্থাভাজন হয়ে উঠেছে। SUV Maruti Brezza কে নতুন মাইল্ড-হাইব্রিড প্রযুক্তির সাথে নিয়ে এসে এবার হাজির হয়েছে সংস্থা। কোম্পানির দাবি এই গাড়িতে আগের থেকে আরও বেশি মাইলেজ পাবেন গ্রাহকরা।
আরোও পড়ুন : অমানুষিক নির্যাতনের অভিযোগ! ছাত্রের পর এবার মৃত্যু ছাত্রীর, ফের কাঠগড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়
ZXI সঙ্গে ZXI+ এর ম্যানুয়াল ভেরিয়েন্টগুলিতেও পাওয়া যাবে নতুন মাইল্ড হাইব্রিড ইঞ্জিনের এই গাড়ি। সুজুকি মাইল্ড-হাইব্রিড ম্যানুয়াল গাড়ি গতবছর জুলাই মাসে বন্ধ করে দেয় মারুতি। তারপর বাজারে শুধু এই সংস্থার অটোমেটিক ভেরিয়েন্ট উপলব্ধ ছিল। ম্যানুয়াল ট্রান্সমিশন যাদের পছন্দ তাদের এই গাড়িটি বেশ মনে ধরতে পারে।
আরোও পড়ুন: এবার সাধ্যের মধ্যে হবে স্বপ্নপূরন! 5G বাজারে Vivo’র নয়া চমক, আকর্ষণীয় দামে লঞ্চ হল এই স্মার্টফোনটি
Maruti Suzuki এর নতুন High ZXI ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১১.০৫ লক্ষ টাকা। ১২.৪৮ লক্ষ টাকায় উপলব্ধ ZXI+ ম্যানুয়াল ভেরিয়েন্ট। মাইল্ড-হাইব্রিড ভ্যারিয়েন্টের এই গাড়িতে প্রতি লিটারে মাইলেজ বাড়ানো হয়েছে ২.৫১ কিলোমিটার। ১৯.৮৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এই SUV।
সিট-বেল্ট রিমাইন্ডার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ইএসপি) এবং হিল-হোল্ড অ্যাসিস্টের মতো অসাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে Maruti Brezza-এর এই নতুন ভেরিয়েন্টে। দুর্দান্ত এই গাড়িটি যারা গাড়ি চালাতে আর চড়তে ভালোবাসেন তাদের কাছে খুবই পছন্দের হবে।