লঞ্চ হল নতুন ভার্সন, দামও নামল অনেকটাই! এবার চাইলেই ঘরে আনতে পারবেন Maruti’র এই মডেল

   

বাংলাহান্ট ডেস্ক : আজকাল বহু মধ্যবিত্তের বাড়িতেই রয়েছে চার চাকা। একটা সময় চার চাকা (Car) থাকা মানে বিলাসিতার লক্ষণ ধরা হত। তবে বর্তমানে উচ্চ মধ্যবিত্ত ও সাধারণ মধ্যবিত্তের বাড়িতে চার চাকা থাকা আশ্চর্যের কিছু নয়। ভারতের বিশাল সংখ্যক মধ্যবিত্ত পরিবারগুলির কথা ভেবে একাধিক সংস্থা নিয়ে আসছে কম বাজেটের চার চাকা গাড়ি।

দীর্ঘদিন ধরে ভারতের ছোট গাড়ির বাজার ছিল তুঙ্গে। গ্রাহকদের চাহিদা মেটাতে ভারতের বাজারে Maruti নিয়ে আসে Celerio গাড়িটি। তবে বর্তমানে এই গাড়ির চাহিদা অনেকটাই পড়ে গিয়েছে। বিক্রি কমে যাওয়ার ফলে মারুতি কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে Celerio গাড়িটির দাম কমানোর। তাই তারা বাজারে নিয়ে এসেছে নতুন এডিশন Dream Edition Celerio।

আরোও পড়ুন : ‘অন্যের সিদ্ধান্তের দায়…’, বঙ্গে BJP-র হারের পর এবার মুখ খুললেন সুকান্ত, নিশানায় কে?

৪ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে দাম শুরু Dream Edition Celerio গাড়িটির। সাধারণ Celerio গাড়িটির দাম বর্তমানে ৫.৩৭ লক্ষ টাকা। নতুন Dream Edition Celerio গাড়িটি পাওয়া যাচ্ছে ৩৮ হাজার টাকা কমে। মারুতি সুজুকি ভারতে এন্ট্রি কার সেগমেন্ট নিজেদের দখলে রাখতে মরিয়া। 

আরোও পড়ুন : ভাঙবে মোদী-শাহ জুটি! স্বাস্থ্য, অর্থ মন্ত্রক থেকে লোকসভার স্পিকার, কী কী চাইছেন ‘ধূর্ত’ নাইডু?

সেই লক্ষ্যেই মারুতি এই উদ্যোগ নিল। ছোট গাড়ির মধ্যে বিক্রি কমেছে Alto এবং S-Presso এর। গত মে মাসে Alto এবং S-Presso এর মোট বিক্রি ছিল ৯৯০২ টি। গত বছর এই সংখ্যাটি ছিল ১২,২৩৬। মে মাসে বিক্রি কমেছে ব্যালেনো, সেলেরিও, ডিজায়ার, ইগনিস, সুইফট এবং ওয়াগনআর-এরও।

front 1 4 left

মারুতি সুজুকি গত মে মাসে বিক্রি করেছে ৬৮, ২০৬টি গাড়ি। গত বছর মে মাসে এই সংখ্যাটা ছিল ৭১,৪১৯। পাশাপাশি মারুতি কোম্পানি Swift বাজারে নিয়ে এসেও বিশেষ সুবিধা করতে পারেনি। ৬.৪৯ লক্ষ টাকা থেকে দাম শুরু নতুন Swift এর। এই গাড়িটি ছাব্বিশ কিলোমিটার মাইলেজ দেয় এক লিটার তেলে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর