পেট্রোল পাম্পেও করা যাবে গাড়ির সার্ভিসিং! গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ Maruti Suzuki-র

Published on:

Published on:

Maruti Suzuki big move for customer convenience.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় ঘোষণা করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki)। ইতিমধ্যেই সংস্থাটি সোমবার জানিয়েছে যে, তারা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। যার মাধ্যমে মারুতি সুজুকি ইন্ডিয়া দেশ জুড়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তাদের বেশ কয়েকটি ফুয়েল রিটেল আউটলেটসে কার সার্ভিস সুবিধা স্থাপন করতে পারে। কোম্পানির এক বিবৃতি অনুসারে, এই কেন্দ্রগুলি গ্রাহকদের গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ, ছোটখাটো মেরামতের পাশাপাশি বড় ধরণের পরিষেবা প্রদানের সুযোগ প্রদান করবে। এর ফলে গাড়ির যত্ন এবং পরিষেবা আগের চেয়ে আরও সহজ এবং সহজলভ্য হবে। মারুতি সুজুকি জানিয়েছে যে, এই উদ্যোগ তাদের সার্ভিস নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। যা ইতিমধ্যেই ভারতের ২,৮৮২ টি শহরে ৫,৭৮০ টিরও বেশি সার্ভিস টাচপয়েন্টে বিস্তৃত রয়েছে।

বড় পদক্ষেপ মারুতি সুজুকির (Maruti Suzuki):

গ্রাহকরা আরও ভালো পরিষেবা পাবেন: রিপোর্ট অনুসারে, মারুতি সুজুকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ অফিসার (সার্ভিসেস) রাম সুরেশ আক্কেলা জানান, ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মতো দেশের সবচেয়ে বিশ্বস্ত কোম্পানিগুলির মধ্যে একটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগাবো। যাতে আমাদের আফটার-সেলস সার্ভিস সেইসব স্থানে সম্প্রসারিত করা যায় যেখানে আমাদের গ্রাহকরা ঘন ঘন যান।’ তিনি বলেন যে এই সহযোগিতা মোবিলিটি এবং জ্বালানি সেক্টরকে একত্র করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা অভিজ্ঞতা প্রদান করবে।

Maruti Suzuki's big move for customer convenience.

অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি গ্রাহকদের আরও কাছে নিয়ে আসা হবে: এদিকে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পরিচালক (বিপণন) সৌমিত্র পি. শ্রীবাস্তব এই অংশীদারিত্ব সম্পর্কে বলেন, কোম্পানিটি পেট্রোল পাম্পগুলিতে ভ্যালু-অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: এই সরকারি কোম্পানির শেয়ারে রকেটের গতি! হু হু করে বাড়ল দাম, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

তিনি আরও বলেন, ‘সারা দেশে ৪১,০০০-এরও বেশি ফুয়েল স্টেশনের নেটওয়ার্কের মাধ্যমে, আমরা গ্রাহকদের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অনন্য অবস্থানে রয়েছি। মারুতি সুজুকির সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে, আমরা আমাদের এনার্জি পরিষেবার সঙ্গে বিশ্বমানের অটোমোটিভ মেন্টেনেন্সেরও সমন্বয় করছি।’

আরও পড়ুন: SBI-র গ্রাহকেরা হয়ে যান সতর্ক! ফের বাড়ানো হল এই ফি, বছরের শুরুতেই বড় ধাক্কা

মারুতি সুজুকির বিক্রয়: জানিয়ে রাখি যে, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ২০২৫ সালের ক্যালেন্ডার বর্ষে রেকর্ড ২২.৫৫ মিলিয়ন ইউনিট বার্ষিক উৎপাদন করেছে। যা আগের বছরের তুলনায় ৯.৩ শতাংশ বেশি। কোম্পানিটি জানিয়েছে যে, এটি টানা দ্বিতীয় বছর যেখানে তাদের বার্ষিক উৎপাদন ২০ লক্ষ ইউনিট অতিক্রম করেছে। ২০২৪ সালে কোম্পানিটি ২০.০৬৩ মিলিয়ন ইউনিট উৎপাদন করেছিল।