দেশীয় কোম্পানিগুলি এগিয়ে আসছে দেশের সেবায়, মারুতি তৈরি করছে ভেন্টিলেটর ও মাস্ক

অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড করোনা ভাইরাসের মোকাবিলা করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে। ভেন্টিলেটর, মাস্ক  এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরির সিদ্ধান্ত নিয়েছে মারুতি সুজুকি।

 জানা গিয়েছে  মারুুতি সুজুকি ভেন্টিলেটরগুলির একটি  অনুমোদিত প্রস্তুতকারক।  আর ভারতের এই চরম পরিস্থিতি সামাল দিতেই এবার তাদের নয়া উদ্যোগ। আগাওয়া হেলথ কেয়ারের সাথে প্রতি মাসে ১০, ০০০ ভেন্টিলেটর তৈরির ব্যবস্থা করেছেন।  গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮।

corona 3 2

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮৭, এঁদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। আর আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। আর এই অবস্থায় স্বাভাবিকভাবেই টাকা পয়সার একটা টান দেখা যাচ্ছে।  করোনা ভাইরাসের প্রকোপে চীনের পর সবথেকে খারাপ পরিস্থিতিতে দেখা দিয়েছে ইতালি আর ইরানের । আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক  করার চেষ্টা করছে। আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। ভারোতেও এখন অবস্থা খুব একটা ভালো নয়। আর এবার অনুমতি পাওয়ার সাথে সাথে উত্পাদন শুরু হবে এবং এই পণ্যগুলি তৈরিতে সম্পূর্ণ সতর্কতা নেওয়া হবে।

দেশে যখন থেকে চীনা করোনভাইরাস প্রাদুর্ভাব চলছে তখন অনেকেই অনেক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে। এবার সেই তালিকা জুড়ে গেলো মারুতি সুজুকি।

সম্পর্কিত খবর