বড় চমক Maruti Suzuki-র! লঞ্চ হতে চলেছে শক্তিশালী SUV, Vitara-র চেয়ে সস্তায় মিলবে দুর্ধর্ষ ফিচার্স

Published on:

Published on:

Maruti Suzuki is going to launch a powerful SUV.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম গাড়ি বিক্রেতা সংস্থা Maruti Suzuki শীঘ্রই একটি বড় ধামাকা সামনে আনতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Maruti Suzuki আগামী ৩ সেপ্টেম্বর একটি গাড়ি লঞ্চ করবে। তবে সেটি ঠিক কোন মডেল হবে তা কোম্পানিটি এখনও জানায়নি। যদিও, সংস্থাটি Escudo লঞ্চ করতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। যেটি একটি কমপ্যাক্ট SUV হিসেবে বিবেচিত হবে। লঞ্চের সময় এই গাড়িটি Hyundai Creta এবং Kia Seltos-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। জানা গিয়েছে যে, Escudo প্রিমিয়াম ডিলারশিপ এরিনার মাধ্যমে বিক্রি করা হবে। যেটির প্ল্যাটফর্ম এবং ফিচার্স Grand Vitara-র মতোই হবে বলে অনুমান করা হচ্ছে।

লঞ্চ হতে চলেছে Maruti Suzuki Escudo:

Maruti Suzuki Escudo-র বিস্তারিত বিবরণ লঞ্চের সময় প্রকাশ করা হবে। তবে, মিডিয়া রিপোর্ট অনুসারে, এই নতুন SUV সংস্থার পোর্টফোলিওতে Brezza এবং Grand Vitara-র মধ্যে অবস্থান করবে। যেটির দামও সম্ভবত ওই ২ টি গাড়ির মতো হবে। তবে, এটি Grand Vitara-র তুলনায় আরও সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে উপলব্ধ হতে পারে।

Maruti Suzuki is going to launch a powerful SUV.

কতটা শক্তিশালী হবে ইঞ্জিন: জানিয়ে রাখি যে, Maruti Suzuki Escudo-র ইঞ্জিন স্পেসিফিকেশন এই মুহূর্তে উপলব্ধ নয়। তবে, অনুমান করা হচ্ছে যে এটি Grand Vitara-র ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল মাইল্ড হাইব্রিড ইঞ্জিন দিয়ে সজ্জিত হবে। Escudo-র দাম সাশ্রয়ী রাখতে, Maruti Suzuki এতে থাকা ১.৫ লিটার হাইব্রিড ইঞ্জিনটি উপেক্ষা করতে পারে। এদিকে, এই ইঞ্জিনটি Grand Vitara-তে পাওয়া যায়।

আরও পড়ুন: “আমার মুখ খোলাবেন না…”, টালিগঞ্জের স্টুডিও পাড়ার কোন্দলে রাজ্যকে তুলোধনা বিচারপতি অমৃতা সিনহার

এই SUV-টি Brezza-র তুলনায় বড় হবে: আকারের দিক থেকে, ,Maruti Suzuki-র এই মিডসাইজ SUV-টি Brezza-র চেয়ে বড় হবে। যেটির সামগ্রিক দৈর্ঘ্য ৪,৩৩০ মিমি থেকে ৪,৩৬৫ মিমি পর্যন্ত হবে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, এই SUV Grand Vitara (৪,৩৪৫ মিমি) থেকেও লম্বা হবে। এমনও জল্পনা রয়েছে যে Escudo-তে Grand Vitara-র (৩৭৩-লিটার কার্গো এরিয়া) চেয়ে বেশি বুট স্পেস থাকবে।

আরও পড়ুন: আর নয় বেশি অপেক্ষা! বুলেট ট্রেন নিয়ে বড়সড় সুখবর সামনে আনলেন স্বয়ং রেলমন্ত্রী

মিলবে একাধিক দুর্ধর্ষ ফিচার্স: Maruti Suzuki Escudo-তে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সহ ৯-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থেকে শুরু করে একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সানরুফ, ক্লাইমেট কন্ট্রোল এবং ৬ টি এয়ারব্যাগের মতো ফিচার্স উপলব্ধ হতে পারে। মূলত, নিরাপত্তার জন্য, এই SUV-তে ৬ টি এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP) এবং হিল হোল্ড অ্যাসিস্টের মতো সেফটি ফিচার্স থাকতে পারে। এদিকে, টপ মডেলগুলিতে ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ADAS অপশনও থাকতে পারে।