৬ টি এয়ারব্যাগ, ৩৩ কিমির মাইলেজ! Maruti Suzuki-র ৪.২৩ লক্ষের গাড়িতে ৭১,৯৬০ টাকার ছাড়

Published on:

Published on:

Maruti Suzuki is offering huge discounts on this car.

বাংলা হান্ট ডেস্ক: Maruti Suzuki India চলতি মাসে তাদের গাড়িগুলির ওপর দুর্দান্ত ছাড় ঘোষণা করেছে। মূলত, রাখি বন্ধন, জন্মাষ্টমীর কারণে এটি একটি উৎসবের মাস। জানা গিয়েছে, কোম্পানিটি এই মাসে তাদের পোর্টফোলিওর এন্ট্রি লেভেল গাড়ি, Alto K10-এও দুর্দান্ত ছাড় দিচ্ছে। চলতি মাসে এই গাড়িটি কিনলে আপনি ৭১,৯৬০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল গত জুলাই মাসে এই গাড়িতে ৬৭,১০০ টাকা পর্যন্ত ছাড় মিলেছিল। জানিয়ে রাখি যে, কোম্পানিটি অটোমেটিক (AGS) ভেরিয়েন্টে সর্বোচ্চ ছাড় দিচ্ছে। গ্রাহকরা ক্যাশ ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস এবং স্ক্র্যাপেজ বোনাসের মতো সুবিধাও পাবেন। উল্লেখ্য যে, Alto K10-এর এক্স-শোরুম দাম ৪.২৩ লক্ষ টাকা থেকে ৬.২১ লক্ষ টাকা পর্যন্ত। এটি দেশের সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে বিবেচিত হয়।

Maruti Suzuki Alto K10-এ মিলছে দুর্ধর্ষ ছাড়:

Alto K10-এর ফিচার্স এবং স্পেসিফিকেশন: জানিয়ে রাখি যে, Maruti Suzuki-র Alto K10 গাড়িটি কোম্পানির আপডেটেড প্ল্যাটফর্ম Heartect-এর ওপর ভিত্তি করে তৈরি। এই হ্যাচব্যাকটিতে একটি নিউ-জেন K সিরিজ ১.০-লিটার ডুয়াল জেট, ডুয়াল VVT ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৫৫০০ rpm-এ ৪৯ kW (৬৬.৬২ PS) শক্তি এবং সর্বোচ্চ ৩৫০০ rpm-এ ৮৯ Nm টর্ক উৎপন্ন করে। কোম্পানি দাবি করেছে যে, এই গাড়ির অটোমেটিক ভেরিয়েন্টটি ২৪.৯০ কিমি/লিটার মাইলেজ দেয় এবং ম্যানুয়াল ভেরিয়েন্টটি ২৪.৩৯ কিমি/লিটার মাইলেজ প্রদান করে। এর পাশাপাশি, এই গাড়ির CNG ভেরিয়েন্টের মাইলেজ ৩৩.৮৫ কিমি/লিটার।

Maruti Suzuki is offering huge discounts on this car.

Alto K10-এ রয়েছে ৭ ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। Maruti Suzuki ইতিমধ্যেই S-Presso, Celerio এবং Wagon-R-এ এই ইনফোটেইনমেন্ট সিস্টেম উপলব্ধ করেছে। এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটি Apple Car Play, Android Auto-এর পাশাপাশি USB, Bluetooth এবং AUX কেবল সাপোর্ট করে।

আরও পড়ুন: “যতই খরচ হোক কৃষকদের স্বার্থ সবার আগে”, ট্রাম্পের চড়া শুল্কের প্রসঙ্গে কী জানালেন প্রধানমন্ত্রী?

এদিকে, স্টিয়ারিং হুইলটিতেও একটি নতুন ডিজাইন দেওয়া হয়েছে। ইনফোটেইনমেন্ট সিস্টেমের স্টিয়ারিংয়ের ওপরেই একটি মাউন্টেড কন্ট্রোল রয়েছে। জানিয়ে রাখি যে, Maruti Suzuki এখন Alto K10-এও ৬ টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড করেছে।

আরও পড়ুন: গত ২১ বছরে এশিয়া কাপে যা ঘটেনি, এবার সেটাই ঘটবে! মন খারাপ ক্রিকেট অনুরাগীদের

এছাড়াও, এই হ্যাচব্যাকে থাকবে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) সহ ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), রিভার্স পার্কিং সেন্সর। এর পাশাপাশি Maruti Suzuki Alto K10-এ থাকবে প্রি-টেনশনার এবং ফোর্স লিমিট ফ্রন্ট সিট বেল্ট।নিরাপদ পার্কিংয়ের জন্য এতে রিভার্স পার্কিং সেন্সরও উপলব্ধ থাকবে। গাড়িটিতে স্পিড সেন্সিং অটো ডোর লক এবং হাই স্পিড অ্যালার্ট সহ আরও একাধিক সেফটি ফিচার্স দেওয়া হয়েছে। এই গাড়িটি ৬ টি রঙের বিকল্পে উপলব্ধ রয়েছে। সেগুলি হল স্পিডি ব্লু, আর্থ গোল্ড, সিজলিং রেড, সিল্কি হোয়াইট, সলিড হোয়াইট এবং গ্রানাইট গ্রে।

বিশেষ দ্রষ্টব্য: বিভিন্ন প্ল্যাটফর্মে গাড়িতে উপলব্ধ ছাড়ের তথ্যের মাধ্যমে এই প্রতিবেদনে তথ্য উপস্থাপিত উপস্থাপিত করা হয়েছে। এই ছাড় আপনার শহরে বা ডিলারের কাছে কমবেশি হতে পারে। এমন পরিস্থিতিতে, গাড়ি কেনার আগে, ছাড় সম্পর্কিত সমস্ত বিবরণ জেনে নিন।