একলাফে দাম কমল ৮৫,০০০! Maruti Suzuki-র এই গাড়ি কেনার জন্য শুরু হুড়োহুড়ি

বাংলাহান্ট ডেস্ক : বাড়িতে ছোট্ট একটা চার চাকা গাড়ি আনার স্বপ্ন থাকে অনেকেরই। গত কয়েক দশকে একাধিক আর্থিক পরিবর্তনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে ভারতের অর্থনীতি। দেশের আর্থিক পরিকাঠামো মজবুত হওয়ার সাথে সাথে মধ্যবিত্ত শ্রেণির মধ্যে বেড়েছে ক্রয় ক্ষমতা। আর তার সাথেই পাল্লা দিয়ে বেড়েছে মধ্যবিত্তর চার চাকা গাড়ি কেনার প্রবণতাও।

সুখবর দিচ্ছে Maruti Suzuki:

চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভারতের বাজারে নিয়ে এসেছে বাজেট ফ্রেন্ডলি গাড়ি। আপনারও যদি কম বাজেটে স্টাইলিশ চার চাকা গাড়ি কেনার পরিকল্পনা থাকে, তাহলে রংয়ের উৎসবের প্রাক্কালে আপনার জন্যই বড় সুখবর নিয়ে চলে এসেছে মারুতি। সম্প্রতি মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki) তাদের ভীষণ জনপ্রিয় গাড়ি Maruti S-Presso মডেলটির ওপর ঘোষণা করেছে আকর্ষণীয় ছাড়ের।

আরও পড়ুন : IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে এবার বিরাট চমক, তারকাদের ভিড় কলকাতায়! জানুন বিস্তারিত

মার্চ মাসে মারুতি সুজুকির (Maruti Suzuki) SUV Maruti S-Presso মডেলটির উপর থাকবে 85000/-পর্যন্ত ছাড়। আকর্ষণীয় এই অফারে S-Presso মডেলটি কিনতে পারেন মাত্র 4.27 লক্ষ টাকায় (এক্স শোরুম প্রাইস)। প্রখ্যাত এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা জানিয়েছেন, মার্চ মাস জুড়ে গ্রাহকরা পেয়ে যাবেন AMT ভ্যারিয়েন্টে সর্বোচ্চ 85000 /-, CNG ভ্যারিয়েন্টে সর্বোচ্চ 80000/- এবং অন্যান্য ভ্যারিয়েন্টে সর্বোচ্চ 61000/- পর্যন্ত ছাড়।

আরও পড়ুন : ‘এটা পেইন ফুল!’ হাইকোর্টে ভুল স্বীকার করলেন মুখ্যসচিব মনোজ পন্থ, কোন মামলায়?

মারুতি S-Presso-এর 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন আপনাকে দেবে দুর্দান্ত মাইলেজ ও শক্তিশালী ভ্রমণ অভিজ্ঞতা। 68PS পাওয়ার শক্তিশালী ইঞ্জিন ও 89nm টর্ক মারুতির এই চার চাকার অন্যতম বড় বৈশিষ্ট্য। তারসাথে S-Presso মডেলে রয়েছে  5-স্পিড ম্যানুয়াল এবং 5-স্পিড AMT গিয়ারবক্স অপশন। এই গাড়িটির পেট্রোল ম্যানুয়াল মাইলেজ ক্ষমতা 24 kmpl।

Maruti Suzuki this car discount.

7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ফ্রন্ট পাওয়ার উইন্ডো S-Presso মডেলটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। তারসাথে নিরাপত্তার কথা মাথায় রেখে 7টি স্ট্যান্ডার্ড এয়ার ব্যাগ, ABS বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম ও EBD বা ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন প্রযুক্তি ব্যবহার করেছে মারুতি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর